আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
আইপিএলের নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে দলগুলি? জানা যাবে বৃহস্পতিবারই। ক্রিকেটার ধরে রাখতে হলে খরচ হবে কত টাকা? আইপিএলের নিলামের আগে ক্রিকেটার ধরে রাখার সব নিয়ম। কোথায় দেখা যাবে এই রিটেনশন? রইল সব তথ্য।
দলে রাখা যাবে ক’জনকে?
সর্বাধিক ছ’জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। তবে নিলামের আগে সর্বাধিক পাঁচ জনকে ধরে রাখা যাবে। নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) কার্ডের মাধ্যমে এক জন ক্রিকেটারকে আবার ফিরিয়ে নিতে পারবে দলগুলি। কোনও দল যদি নিলামের আগে পাঁচ জনের কম ক্রিকেটার ধরে রাখে, তা হলে আরটিএম-এর মাধ্যমে বাকি ক্রিকেটারকে ফেরাতে পারবে। অর্থাৎ, যদি কোনও দল তিন জন ক্রিকেটারকে ধরে রাখে তা হলে নিলামে আরটিএমের মাধ্যমে তিন জন ক্রিকেটারকে নিতে পারবে। নিলামের আগে হোক বা আরটিএম, সব মিলিয়ে মোট ছ’জনকে ‘রিটেন’ করতে পারবে কোনও দল।
ক্রিকেটার ধরে রাখার নিয়ম
ছ’জনের মধ্যে অন্তত এক জন ক্রিকেটারকে আনক্যাপড (যিনি কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি বা পাঁচ বছর আগে অবসর নিয়েছেন) হতে হবে। অন্য দিকে ক্যাপড, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট খেলা সর্বাধিক পাঁচ জন ক্রিকেটারকে দলে রাখা যাবে। কিন্তু দু’জনের বেশি আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখা যাবে না।
ধরে রাখার খরচ কত?
রিটেনশনের সময়ে বোর্ড পাঁচ জন ক্রিকেটারের নির্দিষ্ট দর বেঁধে দিয়েছে। পাঁচ জনের জন্য খরচ করা যাবে সর্বাধিক ৭৫ কোটি টাকা। এই পাঁচ ক্যাপড ক্রিকেটারের কে কত টাকা পাবেন তার ভাগটা এই রকম— প্রথম জনের দাম হবে ১৮ কোটি টাকা, দ্বিতীয় জনের ১৪ কোটি টাকা, তৃতীয় জনের ১১ কোটি টাকা, চতুর্থ জনের ১৮ কোটি টাকা এবং পঞ্চম জনের দাম ১৪ কোটি টাকা। প্রত্যেক আনক্যাপড ক্রিকেটার ধরে রাখার জন্য খরচ করতে হবে ৪ কোটি টাকা।
কোনও দল এই টাকার পরিমাণ কমাতে বা বৃদ্ধি করতে পারে কি?
হ্যাঁ। ধরা যাক কোনও দল প্রথম ক্রিকেটারের জন্য ১৮ কোটির বদলে ২৩ কোটি, দ্বিতীয়ের জন্য ১৪ কোটির বদলে ১৮ কোটি, তৃতীয়ের জন্য ১১ কোটির বদলে ১৪ কোটি, চতুর্থের জন্য ১৮ কোটির বদলে ১৪ কোটি এবং পঞ্চম ক্রিকেটারের জন্য ১৪ কোটির বদলে ৬ কোটি টাকা খরচ করল। এ ক্ষেত্রে নিয়ম হল প্রতিটি পজ়িশনে বোর্ডের বেঁধে দেওয়া টাকার থেকে যদি কোনও ক্রিকেটারকে বেশি টাকা দেওয়া হয়, তা হলে নিলামের আগে সেই দলের পুঁজি (প্রত্যেক দলের ক্ষেত্রে ১২০ কোটি টাকা) থেকে ওই বর্ধিত টাকাটাই কাটা যাবে। যে উদাহরণ দেওয়া হয়েছে সেখানে প্রথম ক্রিকেটারের জন্য ১৮ কোটির বদলে ২৩ কোটি টাকা সংশ্লিষ্ট দলের পুঁজি থেকে কাটা যাবে। কিন্তু যদি বোর্ডের বেঁধে দেওয়া টাকার থেকে কম টাকা দেওয়া হয় (উদাহরণে চতুর্থ এবং পঞ্চম ক্রিকেটার) তা হলে বোর্ডের বেঁধে দেওয়া টাকাই সংশ্লিষ্ট দলের পুঁজি থেকে কাটা যাবে। অর্থাৎ, ১৮ কোটি টাকার জায়গায় যদি কাউকে ১৪ কোটি টাকা দেওয়া হয়, তা হলে নিলামের আগে দলের পুঁজি থেকে ১৮ কোটি টাকাই কাটা যাবে। ১৪ কোটি টাকার বদলে যদি ৬ কোটি টাকা দেওয়া হয়, তা হলে নিলামের আগে দলের পুঁজি থেকে ১৪ কোটি টাকাই কাটা যাবে। যে উদাহরণ দেওয়া হয়েছে, তাতে রিটেনশনের সময় দলটি পাঁচ ক্রিকেটারের জন্য মোট ৭৫ কোটি টাকা (২৩+১৮+১৪+১৪+৬) খরচ করলেও নিলামের আগে তাদের পুঁজি থেকে কাটা যাবে ৮৭ কোটি টাকা (২৩+১৮+১৪+১৮+১৪) কাটা যাবে। অর্থাৎ নিলামে তারা ৩৩ কোটি টাকা (১২০-৮৭) নিয়ে নামতে পারবে।
কবে, কখন জানা যাবে?
ক্রিকেটার ধরে রাখার তালিকা জানানোর শেষ দিন ৩১ অক্টোবর, বৃহস্পতিবার। বিকেল ৫টার মধ্যে সব দলকে জানিয়ে দিতে হবে সেই তালিকা।
কোথায় দেখা যাবে?
টিভিতে সম্প্রচার করা হবে এই রিটেনশন তালিকা। স্টার স্পোর্টস চ্যানেলে বিকেল ৪টে থেকে সম্প্রচার শুরু হবে। দেখা যাবে জিয়োসিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে। সেখানে বিকেল ৪.৩০ থেকে শুরু হবে সম্প্রচার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy