রঞ্জি ট্রফির নকআউটে উঠতে না পারলেও নজির গড়ল সার্ভিসেস। ওড়িশার বিরুদ্ধে ৩৭৬ রান তাড়া করতে নেমে ১০ উইকেটে জিতল তারা। রঞ্জিতে এটি দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়। দুই ওপেনারই দলকে জিতিয়ে দিলেন।
কটকের মাঠে প্রথম ইনিংসে ব্যাট করে ১৮০ রান করেছিল ওড়িশা। জবাবে প্রথম ইনিংসে ১৯৯ রান করে সার্ভিসেস। ১৯ রানের লিড নেয় তারা। দ্বিতীয় ইনিংসে ৩৯৪ রান করে ওড়িশা। ফলে সার্ভিসেসের সামনে লক্ষ্য ছিল ৩৭৬ রান। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে হাসতে হাসতে ম্যাচ জিতে যায় সার্ভিসেস।
আরও পড়ুন:
দলকে জেতান দুই ওপেনার সূরজ বশিষ্ঠ ও শুভম রোহিল্লা। সূরজ শতরান করেন। দ্বিশতরান করেন শুভম। তাঁদের আউট করতে পারেননি ওড়িশার কোনও বোলার। ২৪৬ বলে ১৫৪ রান করেন সূরজ। মারেন ১৫টি চার ও একটি ছক্কা। শুভম ২৭০ বলে ২০৯ রান করেন। তিনি ৩০টি চার মারেন। দু’জনের দাপটে নজির গড়ে সার্ভিসেস।
রঞ্জির ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে রেলওয়েজ়ের দখলে। গত মরসুমে ত্রিপুরার বিরুদ্ধে ৩৭৮ রান তাড়া করেছিল তারা। মাত্র ৩ রানের জন্য সেই রেকর্ড ভাঙতে পারল না সার্ভিসেস। তবে তাতে তাঁদের কোনও দোষ নেই। যে ভাবে দুই ওপেনার খেলেছেন তাতে লক্ষ্য আরও কিছু রান বেশি থাকলেও ম্যাচ জিততে সমস্যা হত না সার্ভিসেসের। সর্বাধিক রান তাড়া করে জিততে না পারলেও একটি রেকর্ড গড়েছে সার্ভিসেস। ৩৭৮ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়েছিল রেলওয়েজ়। কোনও উইকেট না হারিয়ে ৩৭৬ রান তাড়া করেছে সার্ভিসেস। এই রেকর্ড অন্য কোনও দলের নেই।