গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। একটি ম্যাচ হেরে মালিক সঞ্জীব গোয়েন্কার কাছে মাঠেই ভর্ৎসনার শিকার হয়েছিলেন তিনি। এ বারের আইপিএলে লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পরেই তাঁর সঙ্গে কথা বলেন গোয়েন্কা। তাই অনেকের স্মৃতিতেই ফিরে এসেছে গত বছরের ঘটনার কথা।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৯ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ১৪ ওভারে ১৬১ রান তোলার পর ২০৯ রানে থেমে যাওয়ার কারণে ভুগতে হয় দলকে। দিল্লি ক্যাপিটালস আশুতোষ শর্মার ব্যাটে ভর করে জয়ের রান তুলে নেয়। ম্যাচ শেষে মাঠে নেমে আসেন লখনউয়ের মালিক গোয়েন্কা। কথা বলেন অধিনায়ক পন্থের সঙ্গে।
গত বছরের রাহুলের সঙ্গে কথা বলার সময়ে যে আগ্রাসন গোয়েন্কার মধ্যে দেখা গিয়েছিল, সোমবার সেটা দেখা যায়নি। তিনি শান্ত ভাবেই কথা বলছিলেন। তবে পন্থ বা গোয়েন্কা, কারও মুখেই কোনও হাসি ছিল না। গত আইপিএলের রাহুলের সঙ্গে গোয়েন্কার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল। এই মরসুমে রাহুল আর লখনউ দলে থাকতে চাননি। গোয়েন্কার ব্যবহারের কারণেই দল ছেড়েছিলেন বলেই মনে করা হয়।
আরও পড়ুন:
এ বারের নিলামে পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ। তাঁকে অধিনায়কও করেছে। কিন্তু সোমবার তাঁর ভুলেই হারতে হল দলকে। শেষ ওভারের প্রথম বলে স্টাম্পড করার সুযোগ পেয়েছিলেন পন্থ। কিন্তু বল ধরতে পারেননি। ৯ উইকেট হারানো দিল্লির ওই সময় উইকেট পড়লেই খেলা শেষ হয়ে যেত। কিন্তু পন্থ বল ধরতেই পারেননি।
ম্যাচে লখনউয়ের হয়ে মিচেল মার্শ (৭২) এবং নিকোলাস পুরান (৭৫) বড় রান করেন। তাঁদের দাপটে একটা সময় ২০ ওভারে লখনউ ২৫০ রান করবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু পন্থ (০), আয়ুষ বাদোনি (৪), শার্দূল ঠাকুর (০) রান না পাওয়ায় শেষ দিকে আর খুব বেশি রান তুলতে পারেনি লখনউ।
দিল্লির হয়ে আশুতোষ ৩১ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর দাপটেই ম্যাচ জিতে নেয় তারা।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:০১
৩০০-র স্বপ্ন দেখা হায়দরাবাদ ২০০ পেরোল না, ৫ উইকেটে জিতে প্রতিশোধ গোয়েন্কার লখনউয়ের -
২১:৫৩
ইডেনে পিচ-বিতর্ক! কেকেআর কি ইডেন ছেড়ে চলে যাবে? কী জানালেন পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় -
২১:২১
হায়দরাবাদে মুক্তো ছড়ালেন শার্দূল, আগে ব্যাট করে লখনউয়ের বিরুদ্ধে সানরাইজার্স আটকে গেল ১৯০ রানে -
১৮:৩৬
এক সপ্তাহ পরে ইডেনে কলকাতার ম্যাচ, রাহানের ‘দাবি’ মেনে পিচ বদলাচ্ছে? মুখ খুললেন পিচ প্রস্তুতকারক -
১৫:৩৩
ক্রাচ হাতেও কর্তব্যে অবিচল, কোচ দ্রাবিড়ের দায়বদ্ধতায় মুগ্ধ সমাজমাধ্যম