রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে মেঘালয়ের মুখোমুখি হয়েছিল কেরল। সেখানেই প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন শ্রীসন্থ। প্রথম উইকেট নেওয়ার পরে দেখা যায় পিচের মধ্যে শুয়ে পড়ে প্রণাম করছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানান দলের বাকি ক্রিকেটাররা।
আবেগতাড়িত শ্রীসন্থ ফাইল চিত্র
ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসন কাটিয়ে ৯ বছর পর ফের ক্রিকেটে ফিরেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে কেরলের হয়ে প্রথম উইকেট নেওয়ার পরে আবেগ ধরে রাখতে পারলেন না ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এস শ্রীসন্থ। উইকেট নিয়ে মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করলেন তিনি।
রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে মেঘালয়ের মুখোমুখি হয়েছিল কেরল। সেখানেই প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন শ্রীসন্থ। প্রথম উইকেট নেওয়ার পরে দেখা যায় পিচের মধ্যে শুয়ে পড়ে প্রণাম করছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানান দলের বাকি ক্রিকেটাররা।
Now that’s my 1st wicket after 9 long years..gods grace I was just over joyed and giving my Pranaam to the wicket ..❤️❤️❤️❤️❤️❤️❤️ #grateful #cricket #ketalacricket #bcci #india #Priceless pic.twitter.com/53JkZVUhoG
— Sreesanth (@sreesanth36) March 2, 2022
সেই ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন শ্রীসন্থ। সেখানে তিনি লিখেছেন, ‘৯ বছর পরে আমার প্রথম উইকেট। ভগবানের আশীর্বাদে সব হয়েছে। তাই আমি উইকেটকে প্রণাম করেছি।’ ঘরোয়া ক্রিকেটে ২১৩ উইকেট নিয়েছেন ৩৮ বছর বয়সি এই বোলার।
২০১৩ সালে আইপিএল-এ ম্যাচ গড়াপেটার অভিয়োগ ওঠে শ্রীসন্থের বিরুদ্ধে। প্রথমে ক্রিকেট থেকে আজীবন নির্বাসন দেওয়া হয় তাঁকে। পরে তা কমিয়ে সাত বছর করা হয়। ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ এক দিনের ম্যাচ ও ১০টি টি২০ খেলেছেন শ্রীসন্থ। শেষ বার ২০১১ সালের অগস্ট মাসে ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন তিনি। ২০০৭ ও ২০১১ সালে ভারতের দু’টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy