রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলছেন না রোহিত শর্মা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলির সঙ্গে তাঁকে ২০ ওভারের ক্রিকেটের জন্য ভাবছেন না জাতীয় নির্বাচকেরা। কিন্তু তালগোল পাকিয়ে যেতে পারে তাঁদের ভাবনা। কারণ, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান ভারতীয় দলের অধিনায়ক। রোহিত নিজেই জানিয়েছেন এই ইচ্ছার কথা। আমেরিকায় এক অনুষ্ঠানে আরও নানা বিষয়ে কথা বলেছেন তিনি। আদর্শ থেকে প্রিয় মাঠ বা সেরা পাঁচটি ক্রিকেটীয় মুহূর্তের কথা শোনা গিয়েছে তাঁর মুখে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান রোহিত
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে রোহিত। আমেরিকায় এক অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘‘শুধু খেলতে এবং উপভোগ করতে নয়, আরও বেশি কিছু চাই। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আমি নিশ্চিত আমেরিকায় ক্রিকেট বিশ্বকাপ নিয়ে সকলেই খুব উত্তেজিত। আমিও সে দিকে তাকিয়ে রয়েছি।’’ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সম্ভবত ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন রোহিত।
রোহিতের মাথায় ২০২৩ এক দিনের বিশ্বকাপ
ভারতীয় দলের অধিনায়কের মাথায় এখন শুধু আসন্ন বিশ্বকাপের ভাবনা। জানিয়েছেন, সেরা একাদশ বেছে নেওয়াই লক্ষ্য তাঁর। তিনি কিছুটা উদ্বিগ্ন শ্রেয়স আয়ারকে নিয়ে। রোহিত বলেছেন, ‘‘শ্রেয়স এখনও সম্পূর্ণ ফিট নয়। আশা করছি বিশ্বকাপের আগেই খেলার মতো জায়গায় চলে আসবে।’’
নেতৃত্ব নিয়ে কী ভাবেন রোহিত?
ভারতীয় দলের অধিনায়ক নেতৃত্ব নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘নেতৃত্ব বিষয়টা আমার উপর নির্ভর করে না। বাকি ১০ জন খেলোয়াড়ের উপর নির্ভর করে। আমি তো জানি-ই কী চাইছি। কিন্তু বাকিরা কী চাইছে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। বাকিদের আপনি কী ভাবে দেখছেন সেটাও গুরুত্বপূর্ণ। বাকিদের থেকে সেরা খেলাটা বের করে আনতে পারাই আমার কাছে নেতৃত্ব।’’
রোহিতের প্রিয় মাঠ কোনটি?
নিজের প্রিয় মাঠ হিসাবে তিনটি বেছে নিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘ভারতে আমার প্রিয় মাঠ হল মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং কলকাতার ইডেন গার্ডেন্স। আর ভারতের বাইরে প্রিয় মাঠ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।’’
রোহিতের নাম ‘হিট ম্যান’ হল কী করে?
এই প্রশ্নেরও জবাব দিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে এক দিনের ক্রিকেটে আমার প্রথম দ্বিশতরান করেছিলাম। সেই ম্যাচে ১৬টা ছক্কা মেরে বিশ্বরেকর্ড করেছিলাম। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক জন প্রথম আমাকে ‘হিট ম্যান’ বলে সম্বোধন করেছিলেন। তা শুনে রবি শাস্ত্রীও মাইকে ‘হিট ম্যান’, ‘হিট ম্যান’ বলতে থাকেন। সেই থেকে আমার এই নামটা হয়েছে।’’
রোহিতের আদর্শ ক্রিকেটার কে?
নিজের আদর্শ হিসাবে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন সচিন তেন্ডুলকরের নাম। রোহিত বলেছেন, ‘‘তেন্ডুলকর আমার আদর্শ এবং অনুপ্রেরণা। ক্রিকেটার এবং মানুষ হিসাবে সব সময় তাঁকে অনুসরণ করার চেষ্টা করতাম। তেন্ডুলকরের খেলা আমাকে মুগ্ধ করে। মাত্র ১৬ বছর বয়সে অভিষেকের সময় ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো বোলারদের সামলেছেন। তেন্ডুলকরের ক্রিকেট আবেগ এবং খেলার প্রতি দায়বদ্ধতা অসাধারণ। ছোট থেকেই উনি আমার আদর্শ।’’
রোহিতের মতে ভারতের খেলা সেরা টেস্ট কোনটি?
২০২০-২১ মরসুমে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টকে ভারতের খেলা সেরা টেস্ট বেছে নিয়েছেন রোহিত। সেই ম্যাচে তিন উইকেটে জিতেছিল ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩৬৯ রান। জবাবে ভারত করে ৩৩৬ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২৯৪। জয়ের জন্য ভারতের সামনে ছিল ৩২৮ রানের লক্ষ্য। সাত উইকেটে চতুর্থ ইনিংসে সেই রান তুলে নিয়েছিল ভারত। সেই ম্যাচে ব্যাট হাতে রোহিত করেছিলেন যথাক্রমে ৪৪ এবং ৭ রান। অজিঙ্ক রাহানের নেতৃত্বে সেই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন পাঁচ জন তরুণ বোলার।
রোহিতের ক্রিকেটজীবনের সেরা পাঁচ মুহূর্ত
নিজের ক্রিকেটজীবনের সেরা পাঁচ মুহূর্ত বেছে নিয়েছেন ৩৬ বছরের ক্রিকেটার। তালিকায় প্রথমে রেখেছেন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। দ্বিতীয় স্থানে রেখেছেন অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান। তৃতীয় স্থানে রয়েছে ২০২০-২১ মরসুমে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়। নিজের আদর্শ সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি পার্টনারশিপকে রেখেছেন তালিকায়। ২০০৮ সালে সিবি সিরিজ়ের প্রথম ফাইনালে সচিনের সঙ্গে ১২৩ রানের জুটি তৈরি করেছিলেন রোহিত। নিজে খেলেছিলেন ৮৭ বলে ৬৬ রানের ইনিংস। সেই ম্যাচ ৬ উইকেটে জিতেছিল ভারত। রোহিতের সেরা পাঁচ মুহূর্তের তালিকায় রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ২৬৪ রানের ইনিংস। ৩৩টি চার এবং ন’টি ছক্কার সাহায্যে ১৭৩ বলের সেই ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক।
রোহিত এবং মুম্বই ইন্ডিয়ান্স
আমেরিকার ওই অনুষ্ঠানে নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি নিয়ে রোহিত বলেছেন, ‘‘১১ বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছি। অধিনায়ক হিসাবে গত ১০ বছরে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছি। অর্থাৎ, প্রতি দু’বছরে আমরা এক বার ট্রফি জিতেছি। এটা দারুণ অনুভূতি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy