কথা বলার সময় দুই অধিনায়কের মুখে ছিল হাসি। ছবি: টুইটার।
টসের ২৪ ঘণ্টা আগেই দেখা হয়ে গেল দুই অধিনায়কের। রবিবার এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তার আগে শনিবার অনুশীলনের সময় রোহিত শর্মার সঙ্গে দেখা হল বাবর আজমের।
বিরাট কোহলীর সঙ্গে আগেই দেখা হয়েছে বাবরের। এ বার দেখা হয়ে গেল রোহিতের সঙ্গেও। যুযুধান দু’পক্ষের অধিনায়কের মধ্যে অবশ্য উত্তেজনার লেশ মাত্র দেখা যায়নি। হালকা মেজাজেই কথা বলেন দু’জনে। তার মাঝেই হয়তো পরস্পরকে বুঝে নিলেন দুই অধিনায়ক। ম্যাচের আগের দিনের অনুশীলন শেষ করে হোটেলে ফিরছিলেন রোহিত। ভারতের পরেই ছিল পাকিস্তানের অনুশীলন। ভারত অধিনায়ক ব্যাগ নিয়ে মাঠ ছাড়ার সময় অনুশীলন করতে নামছিলেন পাক অধিনায়ক। তখন দেখা হয় তাঁদের।
সৌজন্য বিনিময়ের পর কিছু ক্ষণ কথা বলেন দুই অধিনায়ক। তাঁদের কথা বলার ভিডিয়ো নেটমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে গত কয়েক দিন ধরেই অনুশীলন করছে ভারত এবং পাকিস্তান। রোজই দু’দলের ক্রিকেটারদের দেখা হচ্ছে। কথা হচ্ছে। ক্রিকেটাররা রসিকতা করছেন নিজেদের মধ্যে। তেমনই হালকা মেজাজে এক সঙ্গে ধরা দিলেন রোহিত-বাবর।
©️ meets ©️#AsiaCup2022 pic.twitter.com/OgnJZpM9B1
— Pakistan Cricket (@TheRealPCB) August 27, 2022
রবিবারের ম্যাচে বিনা লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না নিশ্চিত ভাবে। জয়ের লক্ষ্যে রণকৌশলও তৈরি করবেন তাঁরা। ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যতই চড়ুক ক্রিকেটাররা স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। উত্তেজনার আবহে গা ভাসিয়ে নিজেদের চাপে ফেলতে চাইছেন না দু’দলের ক্রিকেটাররাই। দু’দেশের রাজনৈতিক দূরত্বের প্রভাবে ক্রিকেটারদের সুসম্পর্ক নষ্ট হয়নি। ২২ গজের মধ্যেই তাঁরা লড়াই সীমিত রাখতে চাইছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy