Advertisement
E-Paper

সমালোচিত রিয়ান, ঘরের মাঠে দলের প্রথম জয়ের পর কী করেছেন রাজস্থানের সহ-অধিনায়ক?

রবিবার খেলা শেষ হওয়ার পর কয়েক জন বেসরকারি নিরাপত্তাকর্মী নিজস্বীর আবদার করেন রিয়ানের কাছে। তাঁদের অনুরোধে সাড়া দেন অসমের অলরাউন্ডার। হাসি মুখে ছবি তুলেও জড়িয়েছেন বিতর্কে।

Picture of Riyan Parag

রিয়ান পরাগ। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৯:৫৪
Share
Save

রিয়ান পরাগের নেতৃত্বে এ বারের আইপিএলে প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। গুয়াহাটির চেনা ২২ গজে রিয়ানেরা হারিয়েছেন চেন্নাই সুপার কিংসকে। তবু দলের প্রথম জয়ের পর সমালোচনার মুখে পড়েছেন রিয়ান। সমালোচিত হয়েছে তাঁর একটি আচরণ।

রবিবার খেলা শেষ হওয়ার পর কয়েক জন বেসরকারি নিরাপত্তাকর্মী নিজস্বীর আবদার করেন রিয়ানের কাছে। তাঁদের অনুরোধে সাড়াও দেন অসমের অলরাউন্ডার। এক নিরাপত্তা কর্মীর মোবাইল নিয়ে নিজেই সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তোলেন রিয়ান। এ পর্যন্ত সব ঠিকই ছিল। তবে রিয়ান এর পরের আচরণের জন্য সমালোচিত হয়েছেন।

নিজস্বী তোলার পরই রিয়ানের মুখে ফুটে ওঠে কিছুটা বিরক্তির ছাপ। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীকে মোবাইলটি তিনি ফেরত দেন ছুড়ে। হঠাৎ উড়ে আসা মোবাইল কোনও রকমে দু’হাতে ধরেন সেই নিরাপত্তা কর্মী। আর একটু হলে মোবাইলটি মাটিতে পড়ে ভেঙে যেতে পারত। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তার পরই শুরু হয়েছে সমালোচনা।

রিয়ান হাসি মুখে ছবি তোলায় প্রশংসিত হয়েছেন। কিন্তু তাঁর মোবাইল ফেরত দেওয়ার ধরন সমালোচিত হয়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছেন, কাছেই থাকা ওই নিরাপত্তা কর্মীর হাতেও মোবাইলটি ফেরত দিতে পারতেন রিয়ান। কেউ কেউ বলেছেন, এই আচরণে রিয়ানের ঔদ্ধত্যই প্রকাশ পেয়েছে।

সংক্ষেপে
  • চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
  • গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
Riyan Parag Rajasthan Royals Controversy

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}