রিয়ান পরাগের নেতৃত্বে এ বারের আইপিএলে প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। গুয়াহাটির চেনা ২২ গজে রিয়ানেরা হারিয়েছেন চেন্নাই সুপার কিংসকে। তবু দলের প্রথম জয়ের পর সমালোচনার মুখে পড়েছেন রিয়ান। সমালোচিত হয়েছে তাঁর একটি আচরণ।
রবিবার খেলা শেষ হওয়ার পর কয়েক জন বেসরকারি নিরাপত্তাকর্মী নিজস্বীর আবদার করেন রিয়ানের কাছে। তাঁদের অনুরোধে সাড়াও দেন অসমের অলরাউন্ডার। এক নিরাপত্তা কর্মীর মোবাইল নিয়ে নিজেই সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তোলেন রিয়ান। এ পর্যন্ত সব ঠিকই ছিল। তবে রিয়ান এর পরের আচরণের জন্য সমালোচিত হয়েছেন।
নিজস্বী তোলার পরই রিয়ানের মুখে ফুটে ওঠে কিছুটা বিরক্তির ছাপ। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীকে মোবাইলটি তিনি ফেরত দেন ছুড়ে। হঠাৎ উড়ে আসা মোবাইল কোনও রকমে দু’হাতে ধরেন সেই নিরাপত্তা কর্মী। আর একটু হলে মোবাইলটি মাটিতে পড়ে ভেঙে যেতে পারত। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তার পরই শুরু হয়েছে সমালোচনা।
আরও পড়ুন:
রিয়ান হাসি মুখে ছবি তোলায় প্রশংসিত হয়েছেন। কিন্তু তাঁর মোবাইল ফেরত দেওয়ার ধরন সমালোচিত হয়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছেন, কাছেই থাকা ওই নিরাপত্তা কর্মীর হাতেও মোবাইলটি ফেরত দিতে পারতেন রিয়ান। কেউ কেউ বলেছেন, এই আচরণে রিয়ানের ঔদ্ধত্যই প্রকাশ পেয়েছে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ