পাঁচ জন ব্যাটারের তালিকা তৈরি করেছেন বরুণ চক্রবর্তী। এ বারের আইপিএলে তাঁদের আউট করতে চান কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে নিজের উইকেট ‘হিট লিস্ট’ প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য।
যে কোনও ব্যাটারকে আউট করতে পারলেই খুশি হন বরুণ। বল হাতে কেকেআরকে আবার সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য। তবু এ বারের আইপিএলের তাঁর বিশেষ নজর রয়েছে পাঁচ জন ব্যাটারের দিকে। তৈরি করেছেন ‘হিট লিস্ট’। যে তালিকার দু’জনে সোমবারই বল করার সুযোগ পেতে পারেন বরুণ।
মুম্বই ম্যাচের আগে এক সাক্ষাৎকারে বরুণ বলেছেন, ‘‘ভাল ফর্মে থাকা যে কোনও ব্যাটারকে আউট করতে পারলে ভাল লাগে। তবু এ বার আমার লক্ষ্য বিশেষ পাঁচ জনের উইকেট নেওয়া। বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, নিকোলাস পুরান এবং হেনরিখ ক্লাসেনের উইকেট নিতে চাই। এরা সকলে বড় মাপের ক্রিকেটার। ওদের উইকেট নিতে পারলে খুব খুশি হব।’’
কেকেআর স্পিনার আত্মবিশ্বাসী হলেও আরও উন্নতি করতে চান। বরুণ বলেছেন, ‘‘এখনও পর্যন্ত যা যা শিখেছি, তার ভিত্তিতেই বল করি। বাড়তি কিছু চেষ্টা করি না খুব একটা। দুর্দান্ত কোনও বল করার বা মুহূর্ত তৈরির করার লক্ষ্য নিয়ে মাঠে নামি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ ভাবে বল করা। যেটা করতে পারি, সেটাই ভাল করে করার চেষ্টা করি। ঠিক মতো করতে পারলে তাতেই সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।’’
বরুণ মেনে নিয়েছেন সুনীল নারাইনের সঙ্গে আইপিএলে এক দলে খেলার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন। স্পিনার হিসাবে অনেক কিছু শিখেছেন নারিনের কাছে। বরুণ বলেছেন, ‘‘এই নিয়ে ছ’বছর নারাইনের সঙ্গে খেলছি। আগের পাঁচ বছরে অনেক কিছু শিখেছি ওর থেকে। এখন আর আমাদের খুব বেশি কথা বলতে হয় না মাঠে। আগের মতো আমাকে এখন আর সব কিছু বলে দিতে হয় না নারাইনকে। যদিও এখনও শিখছি। নারাইন বল করলে ভাল করে দেখি। কোনও কিছু নিয়ে সংশয় বা সমস্যা হলে ওকে জিজ্ঞেস করি। বুঝতে সমস্যা হলেও কথা বলি। জুটি হিসাবে আমরা মাঠে প্রভাব রাখার চেষ্টা করি। আমরা কিছু সাফল্যও পেয়েছি। প্রথম থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার নারাইন। এই বয়সেও সেরা খেলোয়াড় হওয়ার দাবিদার নারাইন।’’
আরও পড়ুন:
এখনও পর্যন্ত এ বারের আইপিএলে দু’টি ম্যাচ খেলে ৩টি উইকেট পেয়েছেন বরুণ। এখনও তাঁকে সেরা ফর্মে দেখা যায়নি। এ বারও তিনি কেকেআরের বোলিং আক্রমণের অন্যতম ভরসা।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৫:০৪
আইপিএল আপাতত এক সপ্তাহ বন্ধ, তার পর অবস্থা বুঝে ব্যবস্থা, সরকারি ভাবে জানাল আইপিএল এবং বিসিসিআই -
০৯:৫৩
শুক্রবার আইপিএলে কোহলিদের ম্যাচ কি হবে? জরুরি বৈঠকের পর কী সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের -
২১:৪৫
ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিবিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের -
ইডেনের পর ভারতীয় সেনাকে বাহবা ধর্মশালার ম্যাচেও, শ্রদ্ধা জানিয়ে বিশেষ কর্মসূচি বৃহস্পতিবার
-
‘পারলে সবাইকে বাঁচান’, ইডেনের পর বোমাতঙ্ক জয়পুরের স্টেডিয়ামে, মাঠ উড়িয়ে দেওয়ার হুমকি