অবশেষে জয়ের মুখ দেখল ভারত। আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টিকে থাকলেন বিরাট কোহলীরা। ভারতীয় দলের কে কত নম্বর পেলেন, দেখে নেওয়া যাক।
বিরাট কোহলী: টস করা ছাড়া কিছুই করতে হয়নি। ব্যাট করতে হয়নি। তাই অধিনায়ককে নম্বর দেওয়ার দরকার পড়েনি।
রোহিত শর্মা: চেনা ছন্দে রোহিত শর্মা। ৪৭ বলে ৭৪ রানের ইনিংস। রয়েছে ৮টি চার, ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৫৭.৪৪।
লোকেশ রাহুল: রোহিতের সঙ্গে রেকর্ড জুটি গড়লেন রাহুল। ৪৮ বলে ৬৯ রান। ইনিংসে ৬টি চার, ২টি ছয়। স্ট্রাইক রেট ১৪৩.৭৫।
ঋষভ পন্থ: ১৩ বলে অপরাজিত ২৭। ইনিংসে ১টি চার, ৩টি ছয়। ভারতের ২০০ রানের গণ্ডি পেরনোর অন্যতম কারিগর।
হার্দিক পাণ্ড্য: ১৩ বলে অপরাজিত ৩৫। ইনিংসে ৪টি চার, ২টি ছয়। স্ট্রাইক রেট ২৬৯.২৩। মূলত তাঁর জন্যই ভারত ২০০ রানের গণ্ডি পেরোয়।
সূর্যকুমার যাদব: ব্যাট করতে নামতেই হয়নি। ফলে তাঁকে কোনও নম্বরই দেওয়া গেল না।
রবীন্দ্র জাডেজা: আগের ম্যাচে মার খেলেও এই ম্যাচে ৩ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন।
শার্দূল ঠাকুর: ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে খারাপ বল করেছেন। তিন ওভারে ৩১ রান দিয়ে কোনও উিকেট পাননি।
রবিচন্দ্রন অশ্বিন: সুযোগ পেয়েই কাজে লাগালেন। ভারতীয় বোলারদের মধ্যে সেরা। চার ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট।
মহম্মদ শামি: এই ম্যাচেও মার খেয়েছেন। তবে চার ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। শুরুতেও তিনিই ধাক্কা দিয়েছেন আফগানিস্তানকে।
যশপ্রীত বুমরা: এই ম্যাচেও সফল। চার ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট।
Or
Re-send email
Cancel
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy
Please enter the One Time Password, that we have sent on Change
Help us know you more by sharing some additional information
Gender