২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বার বেঙ্গালুরু দল প্রায় পুরোটাই বদলে গিয়েছে। নতুন অধিনায়ক করা হয়েছে রজত পাটীদারকে। তবে স্বেচ্ছায় নয়, বাধ্য হয়েই নাকি পাটীদারকে দায়িত্ব দিয়েছে বেঙ্গালুরু। কেকেআরের বিরুদ্ধে নামার আগে দলের গোপন কথা ফাঁস করলেন জিতেশ শর্মা।
বেঙ্গালুরুর ক্রিকেটার জিতেশ জানিয়েছেন, কোহলি রাজি না হওয়াতেই পাটীদারকে অধিনায়ক করা হয়েছে। তিনি বলেন, “সকলে যে দিন খবর পেয়েছে যে পাটীদার অধিনায়ক হবে, আমিও সে দিনই জানতে পেরেছি। তবে আগে থেকে একটা ইঙ্গিত ছিল। বিরাটভাই অধিনায়ক হতে চায়নি।” তবে কি কোহলিকে প্রথমে প্রস্তাব দিয়েছিল বেঙ্গালুরু? তিনিই প্রথম পছন্দ ছিলেন? কেন আবার অধিনায়ক হলেন না কোহলি?
সেই প্রশ্নের অবশ্য কোনও জবাব দেননি জিতেশ। তিনি বলেন, “আমি জানি না, কেন বিরাটভাই অধিনায়ক হতে চায়নি। আমি তো ম্যানেজমেন্টের লোক নই। জানতে পারলে জানিয়ে দেব। তিন বছর আগেই বিরাটভাই নেতৃত্ব ছেড়ে দিয়েছিল। ও হয়তো ভেবেছে, এ বারেও নেতৃত্বের চাপ নেবে না। বিরাটভাই রাজি না হওয়ায় পাটীদারই সবচেয়ে ভাল বিকল্প ছিল। তাই ওকেই অধিনায়ক করা হয়েছে।”
আরও পড়ুন:
বেঙ্গালুরু এ বার তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল। তালিকায় কোহলি ছাড়া ছিলেন পাটীদার ও যশ দয়াল। সেই নিরিখে কোহলির পর পাটীদারই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। পাটীদারের উপর ভরসা দেখিয়েছেন জিতেশ। তিনি বলেন, “পাটীদার অধিনায়ক হিসেবে ভাল পছন্দ। ও এত বছর ধরে বেঙ্গালুরুর হয়ে খেলছে। ওর সঙ্গে আমি অনেক ক্রিকেট খেলেছি। আমি নিশ্চয়ই ওকে মাঠে সিদ্ধান্ত নিতে সাহায্য করব।”
এ বার দলে তারকার বদলে কার্যকরী ক্রিকেটার নেওয়ার চেষ্টা করেছে বেঙ্গালুরু। ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার টিম ডেভিডের মতো ক্রিকেটার দলে রয়েছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন ঘটাতে চেয়েছে তারা। এখন দেখার, নতুন দল প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন কেকেআরের বিরুদ্ধে কেমন খেলে।
- প্রতিযোগিতা শুরু হচ্ছে ২২ মার্চ। চলবে ২৫ মে পর্যন্ত। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা ও বেঙ্গালুরু। ম্যাচ ইডেনে।
- ভারতের কোটিপতি লিগ আইপিএল। গত বছর কলকাতা নাইট রাইডার্স এই প্রতিযোগিতা জিতেছিল।
-
১০:৫০
প্রাক্তন অধিনায়ক পন্থের প্রশংসা করে বিতর্ক? বর্তমান অধিনায়ক অক্ষরেরও স্তুতি বাংলার পোড়েলের -
২২:৫৭
কলকাতার বিরুদ্ধে নামার আগে বেঙ্গালুরুর নতুন নেতাকে নিয়ে মুখ খুললেন কোহলি, কী বললেন? -
১৯:১৮
আইপিএলে অধিনায়কদের নিয়ে বৈঠক কলকাতায় নয়? ‘ক্যাপ্টেন্স মিট’ হবে কোথায়? -
১৭:৪৯
১২ বছর আগে তাচ্ছিল্য করা বোলারকেই বিশ্বের কঠিনতম বাছলেন কোহলি! -
১৬:৫১
পন্থকে ছেড়ে ভুল করল দিল্লি? আইপিএল শুরুর আগে মনখারাপ দলের বাঙালি ক্রিকেটার অভিষেকের