চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই রবীন্দ্র জাডেজা। দলের সঙ্গে যাওয়া হল না দক্ষিণ আফ্রিকা। এই ভারতীয় স্পিনার নাকি টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন।
বুধবার নিজের একটি ছবি টুইট করেন জাডেজা। টেস্ট জার্সি পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। উপরে লেখা, ‘এখনও অনেকটা পথ বাকি।’ সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, জাডেজা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। সাদা বলের ক্রিকেটে আরও বেশি মন দেওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
Long way to go💪🏻💪🏻 pic.twitter.com/tE9EdFI7oh
— Ravindrasinh jadeja (@imjadeja) December 15, 2021
কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সময় ডান হাতে চোট পান জাডেজা। পরীক্ষা করে দেখা যায় চোট বেশ গুরুতর। বিশ্রাম নিতে বলা হয় তাঁকে। এর পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে বাদ দিয়েই দল গড়েন নির্বাচকরা।