শতরান করেন সরফরাজ। —ফাইল চিত্র
প্রথম দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল মুম্বই। দ্বিতীয় দিনের সকালে সেখান থেকে দলকে নিশ্চিন্ত জায়গায় পৌঁছে দেন সরফরাজ খান। প্রথম শ্রেণির ক্রিকেটে আটটি শতরান হয়ে গেল এই মুম্বইকরের। মুম্বই তোলে ৩৭৪ রান। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ১২৩/১। ফলে জমে গিয়েছে এ বারের রঞ্জি ট্রফি ফাইনাল।
সরফরাজ ২৪৩ বলে ১৩৪ রান করেন। ১৩টি চার এবং দু’টি ছয় মারেন তিনি। সরফরাজ রান করলেও তাঁকে কোনও ব্যাটার সে ভাবে সঙ্গ দিতে পারেননি। মধ্যপ্রদেশের হয়ে চার উইকেট তুলে নেন গৌরব যাদব। তিনটি উইকেট নেন অনুভব অগ্রবাল। দু’টি উইকেট নেন সারাংশ জৈন। একটি নিয়েছেন কুমার কার্তিকেয়। ৪১ ওভার বল করে ১৩৩ রান দিয়েছেন তিনি।
ব্যাট করতে নেমে হিমাংশু জৈন ৩১ রানে আউট। ক্রিজে রয়েছেন ওপেনার যশ দুবে এবং তিন নম্বরে নামা শুভম শর্মা। যশ অপরাজিত ৪৪ রানে, শুভম খেলছেন ৪১ রানে। মধ্যপ্রদেশের এখনও ২৫১ রান প্রয়োজন প্রথম ইনিংসে মুম্বইকে টপকে যেতে। মুম্বইয়ের হয়ে এক মাত্র উইকেটটি নিয়েছেন তুষার দেশপাণ্ডে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy