শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের যে টেস্ট দল ঘোষণা করা হয়েছে তাতে নেই পুজারা-রহাণে। বাদ পড়ার পরে তাঁরা জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে ফের জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন। ভারতীয় দলে ধারাবাহিক ভাবে রান করতে না পারায় জায়গা গিয়েছে দুই ব্যাটারের। রঞ্জিতেও কিন্তু দেখা গেল সেই ধারাবাহিকতার অভাব।
রান পেলেন না পুজারা-রহাণে ফাইল চিত্র।
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে রান পেয়েছিলেন। এক জন শতরান করেন। অন্য জনের একটুর জন্য শতরান হাতছাড়া হয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রহাণে ও চেতেশ্বর পুজারা। রহাণে শূন্য রানে সাজঘরে ফিরলেন। পুজারা করলেন ৮ রান।
গোয়ার বিরুদ্ধে ম্যাচে মাত্র তিন বল খেলেন রহাণে। তৃতীয় বলে লক্ষ্য গর্গের বলে আউট হয়ে ফিরে যান তিনি। অন্য দিকে ওড়িশার বিরুদ্ধে শুরুটা খারাপ করেননি পুজারা। পর পর দু’টি চার মারেন তিনি। কিন্তু ৬ বলে ৮ রান করে আউট হয়ে যান। তাঁদের দলও খুব একটা ভাল অবস্থায় নেই।
রঞ্জির অন্য ম্যাচে দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়ে যায় ঝাড়খণ্ড। ভারতীয় দলে সুযোগ না পাওয়া দিল্লির ইশান্ত শর্মা সব থেকে কম মাত্র ৪ ওভার বল করেন। ১৪ রান দেন। কোনও উইকেট পাননি তিনি। তাঁর থেকে বেশি ওভার বল করেছেন অলরাউন্ডার নীতীশ রানাও।
রঞ্জির প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ও সৌরাষ্ট্র। অর্থাৎ প্রতিপক্ষ হিসাবে মাঠে নামেন রহাণে-পুজারা। প্রথম ইনিংসে ১২৯ রান করেন রহাণে। ১৭টি চার ও ২টি ছক্কা মারেন। অন্য দিকে পুজারা প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় তাঁকে। মাত্র ৮৩ বলে ৯১ রান করেন তিনি। ৯ রানের জন্য শতরান হাতছাড়া হয়। তবে পরের ম্যাচেই ব্যর্থ হলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের যে টেস্ট দল ঘোষণা করা হয়েছে তাতে নেই পুজারা-রহাণে। বাদ পড়ার পরে তাঁরা জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে ফের জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন। ভারতীয় দলে ধারাবাহিক ভাবে রান করতে না পারায় জায়গা গিয়েছে দুই ব্যাটারের। রঞ্জিতেও কিন্তু দেখা গেল সেই ধারাবাহিকতার অভাব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy