Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Virat Kohli

ইডেন গার্ডেন্সে কোহলীর দলের হয়ে শতরান করা ক্রিকেটার এ বার সুযোগ পেতে পারেন জাতীয় দলে

ভারতীয় দলের প্রধান ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে চলে যাবেন। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দ্বিতীয় সারির দল নামাবে ভারত। সেখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্রিকেটারের।

কোহলীর সঙ্গে রজত পাটীদার।

কোহলীর সঙ্গে রজত পাটীদার। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৫
Share: Save:

বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুর্দান্ত খেলেছেন আইপিএলে। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় কোয়ালিফায়ারে শতরান করেন। ভাল খেলেছেন ঘরোয়া ক্রিকেট এবং ভারত ‘এ’ দলের হয়েও। সেই পারফরম্যান্সের পুরস্কার পেতে চলেছেন রজত পাটীদার। সব ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে তাঁকে জাতীয় দলে নেওয়া হতে পারে।

ভারতীয় দলের প্রধান ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে চলে যাবেন। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দ্বিতীয় সারির দল নামাবে ভারত। সেখানেই সুযোগ পেতে পারেন পাটীদার। তিনি একা নন, শুভমন গিল, সঞ্জু স্যামসনদের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের দেখা যেতে চলেছে।

মধ্যপ্রদেশকে রঞ্জি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পাটীদার। তার আগে আইপিএলে ইডেন গার্ডেন্সে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে এসে শতরান করেন। ৫৪ বলে ১১২ রান করেন তিনি। দল হারায় লখনউ সুপার জায়ান্টসকে। এর পর রঞ্জি ট্রফি ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেন। সম্প্রতি নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে টেস্টে দু’টি শতরান করে। এক দিনের ম্যাচে ৪৫ করেন।

সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন, “রজতের ফর্মকে কোনও ভাবেই অস্বীকার করা যাবে না। এক দিনের দলে জায়গা পাওয়ার ব্যাপারে ও অনেকটাই এগিয়ে। বিশ্বকাপে যাওয়া দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে শ্রেয়স আয়ারও যাবে। ফলে মিডল অর্ডারে উপযুক্ত ব্যাটারের অভাব রয়েছে। তাই রজতকে সুযোগ দেওয়া হতে পারে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE