সিরিজ়ে জিতে ক্রমতালিকায় কোথায় ভারত? ছবি পিটিআই
অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের আগে ভাল ছন্দে রয়েছে ভারত। রবিবার সিরিজ় জয়ের পর টি-টোয়েন্টি ক্রমতালিকায় নিজেদের শীর্ষ স্থান আরও পোক্ত করে নিল তারা। এই মুহূর্তে রোহিত শর্মাদের রয়েছে ২৬৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড রয়েছে সাত পয়েন্ট পিছনে।
অস্ট্রেলিয়ার পর এ বার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ়। বুধবার তিরুঅনন্তপুরমে সিরিজ়ের প্রথম ম্যাচ। সেখানে জিততে পারলে আরও পয়েন্ট পাবে রোহিতের দল। ফলে শীর্ষ স্থান আরও মজবুত হবে। সে ক্ষেত্রে টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা দল হিসাবেই বিশ্বকাপে খেলতে নামবে ভারত।
ভারতের এই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছে পাকিস্তান। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের চতুর্থ ম্যাচে তাদের জয়ই ভারতের শীর্ষ স্থান আরও মজবুত করেছে। ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের দখলে রয়েছে ২৫৮ পয়েন্ট। পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ়ের বাকি তিন ম্যাচ থেকে আরও বেশ কিছুটা র্যাঙ্কিং পয়েন্ট পাওয়া যাবে। ফলে দুই দলের কাছেই একে অপরকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে।
India solidify their lead at the top of the @MRFWorldwide ICC Men's T20I Team Rankings after series win against Australia 👊
— ICC (@ICC) September 26, 2022
Details 👇 https://t.co/HuJQQXmVB8
গত বারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ষষ্ঠ স্থানে রয়েছে। তারা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় এবং ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপে নামবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy