আইপিএলের নতুন মরসুমের শুরুটা ভাল হল না জফ্রা আর্চারের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ৭৬ রান দিয়েছেন জফ্রা আর্চার। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়েছেন রাজস্থানের পেসার।
রবিবার হায়দরাবাদের মাঠে তাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে হায়দরাবাদ। যদিও প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাট করছিল তারা। উইকেট পড়লেও রান তোলার গতি কমেনি। শুরু থেকে রান হওয়ায় পাওয়ার প্লে-র মধ্যে আর্চারের হাতে বল তুলে দেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। প্রথম ওভারেই ২৩ রান দেন তিনি। ট্রেভিস হেড তাঁর বলে চারটি চার ও একটি ছক্কা মারেন। সেই শুরু।
পরের তিন ওভারেও রান দিয়েছেন আর্চার। জোরে জোরে বল করছিলেন আর্চার। ফলে ব্যাটে বল ভাল আসছিল। বড় শট মারতে সমস্যা হচ্ছিল না। কোনও বল আবার ব্যাটের কানায় লেগেও বাউন্ডারির বাইরে চলে যায়। সব মিলিয়ে স্পেলে চার ওভারে ৭৬ রান দেন আর্চার। একটিও উইকেট নিতে পারেননি ইংল্যান্ডের পেসার।
আরও পড়ুন:
আর্চার স্বস্তি দিয়েছেন মোহিত শর্মাকে। গত বার গুজরাত টাইটান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার ওভারে ৭৩ রান দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে হায়দরাবাদের হয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে চার ওভারে ৭০ রান দিয়েছিলেন বাসিল থাম্পি। তাঁদের নজির টপকে গিয়েছেন আর্চার। লজ্জার বোলিংয়ের তালিকায় সকলের উপরে রয়েছেন তিনি।
হায়দরাবাদের বিরুদ্ধে অবশ্য শুধু আর্চার নন, রাজস্থানের প্রায় সব বোলারই রান দিয়েছেন। হেড আউট হওয়ার পর ঈশান কিশন হাত খুলে মেরেছেন। শতরান করেছেন তিনি। ২০ ওভারে ২৮৬ রান করেছে হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান ২৮৭। গত বার হায়দরাবাদই সেই রান করেছিল। মাত্র দু’রানের জন্য নিজেদের রেকর্ড ভাঙতে পারেনি তারা।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
০৯:০৪
গুয়াহাটির ২২ গজে কেকেআর ব্যাটারদের পরীক্ষা, কাজে লাগাতে হবে রাজস্থানের একটি দুর্বলতা -
২৩:১৮
শ্রেয়স, শশাঙ্কের দাপটে জয় পঞ্জাবের, ঘরের মাঠে হার দিয়ে আইপিএল শুরু শুভমনের গুজরাতের -
২০:৩৫
খেলায় ব্যর্থতাই বেশি দেখা যায়! রাজস্থান ম্যাচের আগে কেন এমন বললেন কলকাতার বোলিং কোচ -
১৭:৫৭
হারের ধাক্কার মাঝেই ভাল খবর লখনউ শিবিরে, চোট সারিয়ে ফিরছেন ১০ কোটির পেসার -
১৬:৪৩
মাঠে পন্থের সঙ্গে আলোচনার পর সাজঘরে দলের সঙ্গে বসলেন গোয়েন্কা, কী বললেন লখনউ মালিক