কেরিয়ারের শুরুতে মাঝেমাঝে বল করতেন। তবে দীর্ঘ দিন বল করা ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। ইডেনে দেখা গিয়ে ব্যাটার বিরাটকে। কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৩৬ বলে অপরাজিত ৫৯ রান করে মাঠ ছেড়েছেন। সেই ম্যাচে তিনি নাকি বলও করেছেন। অন্তত তেমনটাই দেখা গিয়েছে সম্প্রচারকারী চ্যানেলে।
ইডেনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে কেকেআর। প্রথম ওভারে বল করতে যান বেঙ্গালুরুর জস হেজ়লউড। কিন্তু সম্প্রচারকারী চ্যানেলে যেখানে বোলারের নাম দেখা যায়, সেখানে লেখা ছিল কোহলি। যদিও কিছু ক্ষণের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পারে তারা। সঙ্গে সঙ্গে কোহলির নাম সরিয়ে আবার হেজ়লউডের নাম বসিয়ে দেওয়া হয়। তার মধ্যেই সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন:
কোহলি কেরিয়ারের শুরুতে বল করতেন। মিডিয়াম পেস করতেন তিনি। টেস্টে ১৭৫, এক দিনের ম্যাচে ৬৬২ ও টি-টোয়েন্টিতে ১৫২ বল করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪৩ বল করেছেন কোহলি। এক দিনের ম্যাচে ৫, টি-টোয়েন্টিতে ৪ ও প্রথম শ্রেণিতে ৩ উইকেট রয়েছে তাঁর। কিন্তু কোহলি নিজেই বার বার বলেছেন, তাঁর বোলিং অ্যাকশন খুব খারাপ। তাতে চোট পাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে ধীরে ধীরে বল করা বন্ধ করে দিয়েছেন। ইডেনে সম্প্রচারকারী চ্যানেল সেই কোহলিকেই ফিরিয়ে আনল বোলারের ভূমিকায়।

সেই মুহূর্ত। বল করছেন জস হেজ়লউড। লেখা রয়েছে বিরাট কোহলির নাম। ছবি: সমাজমাধ্যম।
গত বার আইপিএলে সবচেয়ে বেশি রান করেছিলেন কোহলি। এ বারও শুরুটা ভাল করেছেন তিনি। ১৭৫ রান তাড়া করতে নেমে ৫৯ রান করেছেন। চারটি চার ও তিনটি ছক্কা মেরেছেন। কোহলির ব্যাটিং দেখে বোঝা গিয়েছে, মাঠে নেমে খেলা উপভোগ করছেন তিনি। ইডেনে সমর্থনও পেয়েছেন কোহলি। শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছেন। এখন দেখার, প্রতিযোগিতার শেষ পর্যন্ত এই হাসি কোহলির মুখে থাকে কি না।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ