রাচিন রবীন্দ্র। —ফাইল চিত্র।
ভারতে খেলতে এসে পরিবারের সদস্যদের সমর্থন পাচ্ছেন না রাচিন রবীন্দ্র। এ নিয়ে দুঃখ নেই নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডারের। ভারত-নিউ জ়িল্যান্ড তৃতীয় টেস্টের আগে পরিবারকে পাশে না পাওয়ার কথা বলেছেন ভারতীয় বংশোদ্ভুত কিউয়ি ক্রিকেটার।
বাবা-মা ছাড়া রাচিনের পরিবারের সকলে থাকেন বেঙ্গালুরুতে। ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে রাচিনের। পিতৃভূমে এলে বেঙ্গালুরু বাড়িতেই থাকেন রাচিনেরা। মুম্বই টেস্ট শুরুর আগে এক সাক্ষাৎকারে ভারতের মাটিতে টেস্ট সিরিজ় খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নিউ জ়িল্যান্ডের ক্রিকেটার। তিনি বলেছেন, ‘‘ভীষণ উত্তেজিত লাগছে। সকালে মায়ের সঙ্গে কথা বলেছি। বাবা-মা নিউ জ়িল্যান্ডে রয়েছেন। মা বললেন, আমি খেললেও পরিবারের সকলেই ভারতকে সমর্থন করছেন। তবে সকলের মধ্যে একটা দ্বিধাও রয়েছে। বাড়ির সকলে বলছে, ‘রাচিনও খেলছে, ভারতও খেলছে। আমরা কাকে সমর্থন করি!’’’ তিনি আরও বলেছেন, ‘‘সমর্থন করা নিয়ে বাড়িতে অবশ্য সমস্যা নেই। বাবা-মার জন্ম ভারতে। নিজেদের ভারতীয়ই মনে করেন তাঁরা। দেশের প্রতি নিঃশর্ত সমর্থন থাকা স্বাভাবিক। পরিবারের বাকিদের ক্ষেত্রেও একই কথা বলব। আবার আমি ব্যক্তিগত ভাবেও সকলকে পাশে পাই। তাঁদের সঙ্গে আমার কী সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ নয় এ ক্ষেত্রে। সকলেই নিজের দেশকে সমর্থন করেন।’’
বেঙ্গালুরুতে থাকা আত্মীয়দের নিয়েও কথা বলেছেন রাচিন। তিনি বলেছেন, ‘‘ভারতে আসতে আরও ভাল লাগে কারণ এখানে পরিবারের অনেকে থাকেন। এখন আর সকলের সঙ্গে খুব একটা দেখা হয় না। তবে আমি নিশ্চিত, বাড়ির সকলে টেলিভিশনের সামনে বসে আমার জন্য গলা ফাটান। আমার সাফল্য কামনা করেন। বাড়ির সকলে আমার জন্য গর্বিত। আর বেঙ্গালুরুতে খেলা থাকলে আমাদের পরিবারের জন্য দারুণ হয়। সব মিলিয়ে কয়েকটা দিন মনে রাখার মতো কাটে।’’
ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়ে খুশি রাচিন। কিউয়ি অলরাউন্ডার বলেছেন, ‘‘ভারতের মাটিতে টেস্ট খেলার অনুভূতি দুর্দান্ত। এখানকার মানুষের ক্রিকেটের প্রতি ভালবাসা বা আবেগ অন্য রকমের। ভারতে ক্রিকেট খেলার আলাদা মজা আছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy