রোহিত শর্মা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ের জায়গা থেকে সরানো হয়েছিল রোহিতকে। কোনও লাভ হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে ফিরে রান করেছেন। রাহুলের সঙ্গে তিনিই নামবেন শুরুতে।
০৪১২
বিরাট কোহলী: আগের ম্যাচে ব্যাটই করতে হয়নি। স্কটল্যান্ডের বিরুদ্ধেও রোহিত-রাহুল জুটি দাঁড়িয়ে গেলে কোহলী হয়ত চারে না নেমে পরে নামবেন।
০৫১২
সূর্যকুমার যাদব: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরেছেন সূর্যকুমার। তিনিই সম্ভবত চার নম্বরে নামবেন। ঈশান কিশনকে হয়ত এই ম্যাচে নতুন করে দলে ফেরানো হবে না।
০৬১২
ঋষভ পন্থ: উইকেটকিপারের জায়গায় ঋষভ নিশ্চিত।
০৭১২
হার্দিক পাণ্ড্য: ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন আগের ম্যাচেই। তাঁর ১৩ বলে অপরাজিত ৩৫ রানের সুবাদে ভারত ২০০ রানের গণ্ডি পেরতে পেরেছিল।
০৮১২
শার্দূল ঠাকুর: আগের ম্যাচে মার খেলেও কোহলী সম্ভবত জেতা দলে পরিবর্তন করতে চাইবেন না।
০৯১২
রবীন্দ্র জাডেজা: আফগানিস্তানের বিরুদ্ধে ভাল বল করেছেন। তিনিও সম্ভবত প্রথম দলে থাকবেন।
১০১২
রবিচন্দ্রন অশ্বিন: আগের ম্যাচে চার ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন অশ্বিন। এই ম্যাচেও তিনি খেলবেন।
১১১২
মহম্মদ শামি: তিন উইকেট নেওয়া শামিকে খেলানো হবে স্কটল্যান্ড ম্যাচেও।