Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Probable XI

T20 World Cup 2021: শুক্রবার কোহলীদের সামনে স্কটল্যান্ড, কী হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

এ বারের বিশ্বকাপে আগের ম্যাচে প্রথম জয়ের মুখ দেখেছে ভারত। শুক্রবার কোহলীদের সামনে স্কটল্যান্ড। কাদের নিয়ে খেলতে নামবে ভারত?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১০:২০
Share: Save:
০১ ১২
প্রথম দুটি ম্যাচে হারের পর অবশেষে জয়। এ বার সামনে স্কটল্যান্ড। কী দল খেলাবেন বিরাট কোহলীরা? দেখে নেওয়া যাক, ভারতীয় দলের সম্ভাব্য একাদশ।

প্রথম দুটি ম্যাচে হারের পর অবশেষে জয়। এ বার সামনে স্কটল্যান্ড। কী দল খেলাবেন বিরাট কোহলীরা? দেখে নেওয়া যাক, ভারতীয় দলের সম্ভাব্য একাদশ।

০২ ১২
লোকেশ রাহুল: আগের ম্যাচে রান পেয়েছেন। তিনিই ওপেন করবেন।

লোকেশ রাহুল: আগের ম্যাচে রান পেয়েছেন। তিনিই ওপেন করবেন।

০৩ ১২
রোহিত শর্মা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ের জায়গা থেকে সরানো হয়েছিল রোহিতকে। কোনও লাভ হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে ফিরে রান করেছেন। রাহুলের সঙ্গে তিনিই নামবেন শুরুতে।

রোহিত শর্মা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ের জায়গা থেকে সরানো হয়েছিল রোহিতকে। কোনও লাভ হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে ফিরে রান করেছেন। রাহুলের সঙ্গে তিনিই নামবেন শুরুতে।

০৪ ১২
বিরাট কোহলী: আগের ম্যাচে ব্যাটই করতে হয়নি। স্কটল্যান্ডের বিরুদ্ধেও রোহিত-রাহুল জুটি দাঁড়িয়ে গেলে কোহলী হয়ত চারে না নেমে পরে নামবেন।

বিরাট কোহলী: আগের ম্যাচে ব্যাটই করতে হয়নি। স্কটল্যান্ডের বিরুদ্ধেও রোহিত-রাহুল জুটি দাঁড়িয়ে গেলে কোহলী হয়ত চারে না নেমে পরে নামবেন।

০৫ ১২
সূর্যকুমার যাদব: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরেছেন সূর্যকুমার। তিনিই সম্ভবত চার নম্বরে নামবেন। ঈশান কিশনকে হয়ত এই ম্যাচে নতুন করে দলে ফেরানো হবে না।

সূর্যকুমার যাদব: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরেছেন সূর্যকুমার। তিনিই সম্ভবত চার নম্বরে নামবেন। ঈশান কিশনকে হয়ত এই ম্যাচে নতুন করে দলে ফেরানো হবে না।

০৬ ১২
ঋষভ পন্থ: উইকেটকিপারের জায়গায় ঋষভ নিশ্চিত।

ঋষভ পন্থ: উইকেটকিপারের জায়গায় ঋষভ নিশ্চিত।

০৭ ১২
হার্দিক পাণ্ড্য: ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন আগের ম্যাচেই। তাঁর ১৩ বলে অপরাজিত ৩৫ রানের সুবাদে ভারত ২০০ রানের গণ্ডি পেরতে পেরেছিল।

হার্দিক পাণ্ড্য: ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন আগের ম্যাচেই। তাঁর ১৩ বলে অপরাজিত ৩৫ রানের সুবাদে ভারত ২০০ রানের গণ্ডি পেরতে পেরেছিল।

০৮ ১২
শার্দূল ঠাকুর: আগের ম্যাচে মার খেলেও কোহলী সম্ভবত জেতা দলে পরিবর্তন করতে চাইবেন না।

শার্দূল ঠাকুর: আগের ম্যাচে মার খেলেও কোহলী সম্ভবত জেতা দলে পরিবর্তন করতে চাইবেন না।

০৯ ১২
রবীন্দ্র জাডেজা: আফগানিস্তানের বিরুদ্ধে ভাল বল করেছেন। তিনিও সম্ভবত প্রথম দলে থাকবেন।

রবীন্দ্র জাডেজা: আফগানিস্তানের বিরুদ্ধে ভাল বল করেছেন। তিনিও সম্ভবত প্রথম দলে থাকবেন।

১০ ১২
রবিচন্দ্রন অশ্বিন: আগের ম্যাচে চার ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন অশ্বিন। এই ম্যাচেও তিনি খেলবেন।

রবিচন্দ্রন অশ্বিন: আগের ম্যাচে চার ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন অশ্বিন। এই ম্যাচেও তিনি খেলবেন।

১১ ১২
মহম্মদ শামি: তিন উইকেট নেওয়া শামিকে খেলানো হবে স্কটল্যান্ড ম্যাচেও।

মহম্মদ শামি: তিন উইকেট নেওয়া শামিকে খেলানো হবে স্কটল্যান্ড ম্যাচেও।

১২ ১২
যশপ্রীত বুমরা: ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল।

যশপ্রীত বুমরা: ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy