বাবর আজ়ম। —ফাইল চিত্র।
জাতীয় দলের একের পর এক ব্যর্থতায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজ়মদের লাগাম পরানোর চেষ্টা করছেন পিসিবি কর্তারা। ক্রিকেটারদের আপাতত বিদেশে ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলতে যাওয়ার অনুমতিও দিতে নারাজ পিসিবি।
কেন্দ্রীয় চুক্তির মেয়াদ কমিয়ে এক বছর করার সিদ্ধান্ত হয়েছে কয়েক দিন আগে। তিন মাস অন্তর ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এ বার বাবর, শাহিনদের বিদেশের ফ্রাঞ্চাইজ়ি লিগে খেলা আটকানোর সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা। পাকিস্তানের বাবর, শাহিন ছাড়াও রিজওয়ান, মহম্মদ আমির, মহম্মদ নওয়াজ় এবং ইফতিকার আহমেদেরও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা। কিন্তু তাঁদের খেলার ছাড়পত্র (এনওসি) দিতে নারাজ পিসিবি।
আগামী ২৫ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ হওয়ার কথা। এই সময় পাকিস্তানের কোনও আন্তর্জাতিক সূচি নেই। তবু সেখানে ক্রিকেটারদের খেলতে যেতে দিতে রাজি নন পাক কর্তারা। এ নিয়ে পিসিবির কোনও কর্তা মুখ খুলতে রাজি হননি। সূত্রের খবর পিসিবির মনোভাব জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের।
বাবরদের বিদেশের লিগে খেলতে যাওয়ার আশা অবশ্য একটা রয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, ছাড়পত্র পেতে হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তাতে উত্তীর্ণ হলে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। কর্তারা সন্তুষ্ট হলে তবেই মিলবে বিদেশের লিগে খেলতে যাওয়ার ছাড়পত্র। বিশেষ করে জাতীয় দলের নিয়মিত সদস্যদের ক্ষেত্রে কড়া অবস্থান বজায় রাখতে চাইছেন নকভিরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy