Advertisement
E-Paper

অধিনায়ক কামিন্স জেতালেন অস্ট্রেলিয়াকে, প্রথম এক দিনের ম্যাচে হার পাকিস্তানের

আবার দলের উদ্ধারকারী হয়ে উঠলেন প্যাট কামিন্স। তাঁর ব্যাটে জিতল অস্ট্রেলিয়া। প্রথম এক দিনের ম্যাচে পাকিস্তানকে হারাল ২ উইকেটে।

cricket

পাকিস্তানের বিরুদ্ধে দলকে জেতানোর পর কামিন্স (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৬:২৯
Share
Save

টেস্ট হোক এক দিনের ম্যাচ, দরকার পড়লেই দলের উদ্ধারকারী হয়ে ওঠেন প্যাট কামিন্স। সোমবার আরও এক বার সেই জিনিস দেখা গেল। দলের বিপদের সময়ে কামিন্সের ব্যাটে জিতল অস্ট্রেলিয়া। প্রথম এক দিনের ম্যাচে পাকিস্তানকে হারাল ২ উইকেটে। আগে ব্যাট করে ২০৩ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে অস্ট্রেলিয়া ৩৩.৩ ওভারে সেই রান তুলে নেয়।

টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই সাইম আয়ুবকে (১) হারায় তারা। কিছু ক্ষণ পরে ফেরেন আবদুল্লা শফিকও (১২)। দলের হাল ধরেন সেই দুই পুরনো সেনাপতি বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। বিশ্রামের পর দলে ফিরে বেশ স্বচ্ছন্দই লাগছিল বাবরকে। দু’জনে ভালই খেলছিলেন। তবে ৩৭ রানে বাবর ফিরে যান। কিছু ক্ষণ পরে ফেরেন কামরান গুলাম (৫)। রান পাননি আঘা সলমনও (১২)।

রিজওয়ান (৪৪) ফিরতে বেশ চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। ১১৭ রানে ৬ উইকেট চলে গিয়েছিল তাদের। সেখান থেকে দলকে টানেন বোলারেরা। শাহিন আফ্রিদি (২৪) এবং নাসিম শাহের (৪০) সৌজন্যে দুশোর গণ্ডি পেরিয়ে যায় পাকিস্তান।

অস্ট্রেলিয়াকে হারানোর জন্য এই রান যথেষ্ট ছিল না। তবে পাকিস্তানের মতোই শুরুটা ভাল হয়নি অসিদের। দুই ওপেনার ম্যাথু শর্ট (১) এবং জেক ফ্রেজার ম্যাকগার্ক (১৬) বেশি ক্ষণ ক্রিজ়ে টিকতে পারেননি। অস্ট্রেলিয়ারও বড় জুটি হয় তৃতীয় উইকেটে। স্টিভ স্মিথ (৪৪) এবং জশ ইংলিস (৪৯) জুটিতে তোলেন ৮৫ রান। এই দু’জন ফেরার পর অস্ট্রেলিয়া একের পর এক উইকেট হারাতে থাকে। ১৩৯ রানে ৬ উইকেট হারায়।

সেখান থেকেই দলের হাল ধরেন কামিন্স। অধিনায়কের মতোই ইনিংস খেলেন। চারটি চারের সাহায্যে ৩১ বলে ৩২ রান করে দলকে জিতিয়ে দেন।

Cricket Australia Pakistan Cricket Pat Cummins Mitchell Starc Babar Azam

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}