Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Border Gavaskar Trophy

‘অস্ট্রেলিয়াতেও অস্বস্তিতে পড়বেন রোহিত-বিরাটেরা’, কামিন্সদের সুযোগ কাজে লাগানোর পরামর্শ ওয়ার্নারের

২২ গজের লড়াই শুরুর আগে অস্ট্রেলিয়া বাড়তি সুবিধা পেয়ে গেল বলে মনে করেন ওয়ার্নার। কারণ, ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হওয়া ভারতীয়দের আত্মবিশ্বাস ভাল জায়গায় থাকবে না।

picture of Rohit Sharma and Virat Kohli

(বাঁদিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৬:০০
Share: Save:

বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে সুবিধা পেয়ে গেল অস্ট্রেলিয়া। নিউ জ়িল্যান্ডের কাছে রোহিত শর্মাদের হারই প্যাট কামিন্সদের সুবিধা করে দেবে বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে হেরে কোণঠাসা রোহিতদের আরও চেপে ধরার এটাই সেরা সুযোগ বলে মত তাঁর। কামিন্সদের পরামর্শ দিয়ে তাঁর বক্তব্য, অস্ট্রেলিয়ার মাটিতেও রোহিত, বিরাট কোহলিরা অস্বস্তিতে পড়বেন।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত পাঁচ টেস্টের সিরিজ়। পার্‌থে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। ওয়ার্নার মনে করেন, নিউ জ়িল্যান্ডের কাছে হারায় ভারতীয় দলের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে। যা কামিন্সদের বাড়তি সুবিধা দিতে পারে আসন্ন সিরিজ়ে। ওয়ার্নার বলেছেন, ‘‘ঋষভ পন্থ ছাড়া ভারতের আর কোনও ব্যাটার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে রান পায়নি। অস্ট্রেলিয়ার উইকেটে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান লায়নেরা ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে। ভারত ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হেরে অস্ট্রেলিয়ায় আসছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে। অস্ট্রেলিয়ার হাতে বিশ্বমানের জোরে বোলার এবং স্পিনার রয়েছে। এই পরিস্থিতিতে চাপে থাকবে ভারতের ব্যাটারেরা। ওদের আত্মবিশ্বাস ভাল জায়গায় নেই। অস্ট্রেলিয়ায় ওদের অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে।’’

নিউ জ়িল্যান্ডের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ওপেনার। ওয়ার্নার বলেছেন, ‘‘ভারত-নিউ জ়িল্যান্ড সিরিজ়ে আমার নজর ছিল। প্রথম টেস্ট থেকেই ভাল খেলেছে কিউয়িরা। বেঙ্গালুরুতে ওরা কয়েকটা দারুণ ক্যাচ নিয়েছিল। তাতে ওদের দলের ছন্দ তৈরি হয়ে যায়। ভাল পারফর্ম করে সিরিজ়ে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। বাকি সিরিজ়েও ছন্দটা ওরা নষ্ট হতে দেয়নি। আমি জানি, ভারতের মাটিতে টেস্ট জেতা কতটা কঠিন। তাই নিউ জ়িল্যান্ডের এই কৃতিত্ব অসাধারণ।’’

ভারতের মাটিতে টম লাথামের দল ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জিতবে, তা ভাবেননি কোনও ক্রিকেট বিশেষজ্ঞই। প্রথমত, ২০১২ সালের পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ় হারেনি ভারত। দ্বিতীয়ত, এর আগে এ দেশে মাত্র দু’টি টেস্ট জিতেছিল নিউ জ়িল্যান্ড। স্বভাবতই লাথামদের সাফল্য অনেককেই বিস্মিত করেছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE