নির্বাচকরা জানিয়েছেন, তাঁরা এমন দল বানাতে চেয়েছেন যেখানে কার্যকরী ক্রিকেটারদের নিয়ে একটা পুল বানানো যাবে। শুধু ১১ জন ভাল ক্রিকেটার নন, এমন দল চেয়েছেন তাঁরা, যেখানে সাজঘরেও ভাল শক্তি প্রস্তুত থাকবে। এক দিনের সিরিজের জন্য ২০ জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। টি-টোয়েন্টি সিরিজের জন্য নেওয়া হয়েছে ১৭ জন ক্রিকেটারকে। তবে সেই দলে নেই টেস্ট সিরিজে ভাল খেলা আব্দুল্লাহ শাফিক এবং ইমাম উল হক।
—ফাইল চিত্র
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজে দলে নেই সরফরাজ আহমেদ। বাদ পড়লেন ইমাদ ওয়াসিমও। ডাক পেলেন অনূর্ধ্ব ১৯ দলে খেলা উইকেটরক্ষক মহম্মদ হ্যারিস। এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান।
চোটের জন্য বাদ যাওয়া শাদাব খান এবং মহম্মদ নওয়াজকে দলে ফেরাল পাকিস্তান। সুপার লিগেও চোটের জন্য খেলতে পারেননি তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি দলে ফেরানো হল তাঁদের। সরফরাজের বদলে উইকেটরক্ষক হিসেবে দলে এলেন হ্যারিস। পিএসএলে তাঁর খেলা নজর কেড়েছে নির্বাচকদের। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দলে রাখা হয়েছিল, যদিও সেই সিরিজ খেলা হয়নি।
নির্বাচকরা জানিয়েছেন, তাঁরা এমন দল বানাতে চেয়েছেন যেখানে কার্যকরী ক্রিকেটারদের নিয়ে একটা পুল বানানো যাবে। শুধু ১১ জন ভাল ক্রিকেটার নন, এমন দল চেয়েছেন তাঁরা, যেখানে সাজঘরেও ভাল শক্তি প্রস্তুত থাকবে। এক দিনের সিরিজের জন্য ২০ জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। টি-টোয়েন্টি সিরিজের জন্য নেওয়া হয়েছে ১৭ জন ক্রিকেটারকে। তবে সেই দলে নেই টেস্ট সিরিজে ভাল খেলা আব্দুল্লাহ শাফিক এবং ইমাম উল হক।
এক দিনের সিরিজের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শাফিক, আসিফ আফ্রিদি, ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রাউফ, হাসান আলি, ইফতিখর আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি এবং উসমান কাদির।
টি-টোয়েন্টি সিরিজের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আফ্রিদি, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রাউফ, হাসান আলি, ইফতিখর আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি এবং উসমান কাদির।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy