পাকিস্তানকে ভাঙলেন স্টার্ক। ছবি: এএফপি
রাওয়ালপিণ্ডিতে দাপট দেখালেও করাচি টেস্টে বিপাকে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে এক রকম তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাবর আজমদের ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৬ রানের জবাবে আয়োজকদের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৪৮ রানে। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের রান ১ উইকেটে ৮১। আয়োজকদের থেকে ৪৮৯ রানের বিশাল ব্যবধানে এগিয়ে সফরকারীরা। তৃতীয় দিনের শেষেই জয়ের গন্ধ অজি সাজঘরে।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় প্যাট কামিন্সদের রান ছিল ৮ উইকেটে ৫০৫। তৃতীয় দিন সকালে আরও ৫১ রান যোগ হওয়ার পর ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন অজি অধিনায়ক কামিন্স। এ দিন মিচেল স্টার্ক আউট হন ২৮ রান করে। শেষ পর্যন্ত কামিন্স ৩৪ এবং অভিষেক হওয়া মিচেল সোয়েপসন ১৫ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের সফলতম বোলার ফাহিম আশরাফ ৫৫ রানে ২ উইকেট নেন। অস্ট্রেলিয়ার ইনিংস ভাঙতে সাত জন বোলারকে ব্যবহার করেন বাবর। তাতেও লাভ হয়নি বিশেষ।
সফরকারীদের পাহাড় প্রমাণ রানের জবাব দিতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। অধিনায়ক বাবর কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বাকি কেউই রান পেলেন না। পাকিস্তানের পাঁচ জন ব্যাটার দু’অঙ্কের রানও করতে পারেননি। বাবর করেন ৩৬ রান। বাকি পাক ব্যাটারদের মধ্যে আবদুল্লা শফিক (১৩), ইমাম উল হক (২০), আজহার আলি (১৪), ফাওয়াদ আলম (০), মহম্মদ রিজওয়ান (৬), ফাহিম আশরাফ (৪), সাজিদ খান (৫), হাসান আলিরা (০) কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষ উইকেটে নৌমান আলি (অপরাজিত ২০) এবং শাহিন আফ্রিদি (১৯) চেষ্টা করলেও তত ক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। তাঁদের ৩০ রানের জুটিই পাকিস্তানের সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ার সফলতম বোলার স্টার্ক ২৯ রানে ৩ উইকেট নেন। মূলত তাঁর আগুনে বোলিংই পাকিস্তান ইনিংসের কোমর ভেঙে দেয়। অভিষেক হওয়া সোয়েপসন ৩২ রানে ২ উইকেট নেন। একটি করে উইকেট কামিন্স, নাথান লায়ন এবং ক্যামেরন গ্রিনের।
প্রথম ইনিংসে ৪০৮ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা নিয়েও অস্ট্রেলীয়রা পাকিস্তানকে ফলো অন করায়নি। সম্ভবত চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে চাননি কামিন্সরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজি ব্রিগেডের রান ১ উইকেটে ৮১। ডেভিড ওয়ার্নারকে ৭ রানে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন হাসান আলি। বাইশ গজে অপরাজিত রয়েছেন রাওয়ালপিণ্ডিতে জন্ম নেওয়া উসমান খোয়াজা (৩৫) এবং মার্নাস লাবুশেন (৩৭)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy