প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে কোণঠাসা পাকিস্তান। রবিবার দুবাইয়ে ভারতকে হারাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আয়োজক পাকিস্তানের বিদায় এক রকম নিশ্চিত হয়ে যাবে। মরণ-বাঁচন এই ম্যাচের আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক কোচের দ্বারস্থ পাকিস্তান শিবির।
বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে থাকেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদস্সর নজ়র। আইসিসির অ্যাকাডেমিতে তিনি কোচ হিসাবে যুক্ত। কাজের সুবাদে দুবাই স্টেডিয়ামের ২২ গজ তাঁর হাতের তালুর মতো চেনা। সেই সুযোগ হাত ছাড়া করতে চাননি পাকিস্তানের কোচ আকিব জাভেদ। প্রাক্তন সতীর্থকে অনুরোধ করেন দলের অনুশীলনে এসে মহম্মদ রিজ়ওয়ান, বাবর আজ়মদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার। মরণ-বাঁচন ম্যাচে ভারতকে হারানোর কৌশল বাতলে দেওয়ার।
প্রাক্তন সতীর্থের অনুরোধ ফেলতে পারেননি ৬৮ বছরের নজ়রও। তিনি শুক্রবার পাকিস্তানের অনুশীলনে এসে ক্রিকেটারদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যান। দুবাইয়ের পিচের চরিত্র এবং আচরণ সম্পর্কে বুঝিয়ে দেন রিজ়ওয়ান, বাবরদের। পাকিস্তান ছাড়াও কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহিকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের দায়িত্বেও ছিলেন এক সময়। কোচ হিসাবে তাঁর বিশাল অভিজ্ঞতা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে বলেই মনে করেন জাভেদ।
আরও পড়ুন:
বাংলাদেশের বিরুদ্ধে জয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছেন রোহিত শর্মারা। পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবেন তাঁরা। অন্য দিকে, নিউ জ়িল্যান্ডের কাছে হারায় শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে জিততেই হবে রিজ়ওয়ানদের।