পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতর। —ফাইল চিত্র।
রেগে লাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিসের ভিত্তিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লভ্যাংশের প্রায় ৪০ শতাংশ অনুদান পাবে, তার ব্যাখ্যা চান পাকিস্তানের ক্রিকেট কর্তারা। কোথায়, কেন তাঁরা পিছিয়ে জানতে চান আইসিসির কাছে।
আগামী চার বছর আইসিসির লাভের ৩৮.৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।গত বৃহস্পতিবার আইসিসির ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। আইসিসির লাভের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৬০০০ কোটি টাকা। তা থেকে বিসিসিআই প্রায় ১৯০০ কোটি টাকা পাবে। বাকি কোনও দেশের লাভের শতাংশ দুই অঙ্ক পার করেনি। পাকিস্তান পাবে প্রায় ৫.৭৫ শতাংশ বা প্রায় ২৮২ কোটি টাকা। আইসিসির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান।
পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘পিসিবি সাংবিধানিক অধিকারের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে আইসিসির কাছে বেশ কিছু তথ্য চাইছে। বার বার তথ্যগুলি চাওয়া হয়েছে। আইসিসির বরাদ্দ এবং বিতরণের মানদণ্ড কী, তা আমরা আরও ভাল ভাবে বুঝতে চাই। পিসিবি সমস্ত প্রাসঙ্গিক তথ্য এবং বরাদ্দ স্থির করার সূত্রের বিষয়ে জানতে চায়। অথচ সেগুলি আমাদের দেওয়া হয়নি।’’ আইসিসির পরের বৈঠকে তাঁরা আবার তথ্যগুলির দাবিতে সরব হবেন বলে জানিয়েছেন তিনি। পিসিবির ওই কর্তার দাবি, ‘‘অধিকাংশ সদস্যই বিষয়টি ঠিকমতো না বুঝে আইসিসির সিদ্ধান্ত সমর্থন করেছে। আমরা কিন্তু তখনই আমাদের প্রতিবাদ নথিভুক্ত করিয়েছি।’’
পাকিস্তান কেন প্রথম চার দেশের মধ্যে নেই, তা নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের ওই ক্রিকেট কর্তা। তিনি বলেছেন, ‘‘আইসিসির প্রতিযোগিতা এবং দ্বিপাক্ষিক সিরিজ়গুলিতে পাকিস্তানের পুরুষ দলের পারফরম্যান্স যথেষ্ট ভাল। পাকিস্তানে ক্রিকেটপ্রেমীর সংখ্যাও কিছু কম নয়। তা ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড যথেষ্ট উপার্জন করে। পাকিস্তানের অবশ্যই প্রথম চার দেশের মধ্যে থাকা উচিত। আগের বারের দ্বিগুণের বেশি টাকা আমাদের প্রাপ্য।’’
ভারতের বিশাল টাকা পাওয়া নিয়ে আগেই আপত্তি করেছিল পাকিস্তান। কিন্তু আইসিসি তা মানেনি।আইসিসির এক আধিকারিক জানিয়েছিলেন, ‘‘দেখে হয়তো মনে হচ্ছে একটা বোর্ডকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু তা নয়।’’ ওই আধিকারিক জানান, কোন দেশের ক্রিকেট বোর্ড কত টাকা পাবে তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। ১) ক্রমতালিকায় সেই দেশের অবস্থান। ২) আইসিসি প্রতিযোগিতায় সেই দেশের ফলাফল। ৩) সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে সেই দেশ কত টাকা আয় করছে। তিনি বলেন, ‘‘ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা অন্য সব দেশের থেকে বেশি। ভারত থেকে সব থেকে বেশি রোজগার হয় আইসিসির। তাই লভ্যাংশের সিংহভাগ যে বিসিসিআই পাবে তাতে অন্যায়ের কিছু নেই। অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডও এ বার আগের থেকে বেশি টাকা পাচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy