প্রথম দু’ম্যাচ হারের পর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তার পরই নতুন বিতর্কের আঁচ। পাঁচ ম্যাচের সিরিজ় জিইয়ে রাখার পর সমাজমাধ্যমে একটি মন্তব্য করেছেন সলমন আঘা। তাতে কারও বিরুদ্ধে বিরূপ মন্তব্য না করলেও ক্রিকেটপ্রেমীদের একাংশ অন্য রকম মনে করছেন। তাঁদের মতে, পাকিস্তানের নতুন অধিনায়ক আসলে দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ানকে কটাক্ষ করেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পর দুই সিনিয়র ব্যাটার বাবর এবং রিজ়ওয়ানকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল থেকে বাদ দিয়েছেন পাকিস্তানের নির্বাচকেরা। দলের অধিনায়ক করে পাঠানো হয়েছে আঘাকে। তাঁর নেতৃত্বে সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচে লজ্জাজনক ভাবে হারতে হয়েছে পাকিস্তানকে। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়া পাকিস্তানকে সিরিজ় বাঁচানোর জন্য শুক্রবার জিততেই হত। চাপের মুখে সেই ম্যাচে ২০৫ রান তাড়া করে ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়েছে আঘার দল। ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলে হাসান নওয়াজ় টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের দ্রুততম শতরানের (৪৪ বলে শতরান পূর্ণ করেন) নজির গড়েছেন। ভেঙে দিয়েছেন বাবরের রেকর্ড। ৯ উইকেটে জয়ের পর সতীর্থদের প্রশংসা করেছেন আঘা। তরুণ ক্রিকেটারদের পাশে থাকার আবেদন জানিয়েছেন সমর্থকদের কাছে। তা ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
পাকিস্তানের নতুন অধিনায়ক সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমার দলের ছেলেরা ভিড় বাড়াতে আসেনি এখানে। দলটা অনভিজ্ঞ হতে পারে। কিন্তু এটা বিজয়ীদের দল। ওদের পাশে থাকা দরকার। এটা আপনাদের (সমর্থকদের) দল। ওদের প্রয়োজনীয় সমর্থন দিন। সিরিজ় বাঁচিয়ে রাখার জন্য এই জয়টা অত্যন্ত জরুরি ছিল। মহম্মদ হ্যারিস এবং হাসান নওয়াজ় দুর্দান্ত খেলেছে।’’ উল্লেখ্য, ওপেন করতে নেমে হ্যারিস করেন ২০ বলে ৪১ রান। আঘা নিজেও ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে আঘার এই মন্তব্য প্রভাবিত করেছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একাংশকে। তাঁরা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বাবর এবং রিজ়ওয়ানের অবসরের দাবি তুলেছেন। অনেকে মনে করছেন, ‘ভিড় বাড়ানো’র কথা বলে আঘা আসলে বাবর এবং রিজ়ওয়ানের কথাই বলতে চেয়েছেন। ফর্মে না থাকলেও দীর্ঘ দিন তাঁদের সুযোগ দিয়ে গিয়েছেন পাকিস্তানের নির্বাচকেরা। তাঁদের খারাপ ফর্মের প্রভাব পড়েছে পাকিস্তানে ফলের উপর। রিজ়ওয়ানকে অবশ্য নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের অধিনায়ক রাখা হয়েছে। বাবরকে আপাতত বিশ্রামে পাঠানো হয়েছে। তিনি ঘরোয়া ক্রিকেট খেলে পাকিস্তান সুপার লিগের জন্য প্রস্তুত হচ্ছেন।