বিরাটকে টপকে গেলেন রিজওয়ান। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রানের গণ্ডিতে পৌঁছে গেলেন মহম্মদ রিজওয়ান। দ্রুততম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। বাবর আজমের সঙ্গে যুগ্ম ভাবে এই মুকুট তাঁর মাথায়। টপকে গেলেন বিরাট কোহলীকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার ৪৬ বলে ৬৮ রান করেন রিজওয়ান। ৫২টি ইনিংস খেলে ২০০০ রানের মাইলফলকে পৌঁছে গেলেন পাক ওপেনার। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও একই সংখ্যক ইনিংস খেলে ২০০০ করেন টি-টোয়েন্টি ক্রিকেটে। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী ২০০০ রান করতে নিয়েছিলেন ৫৬টি ইনিংস। ২০১৮ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করেছিলেন বিরাট। গত বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০০ রানের গণ্ডি পার করেন বাবর। তিনি নিয়েছিলেন ৫২টি ইনিংস। একই সংখ্যক ইনিংস খেলে ২০০০ রান করেন রিজওয়ান।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। তিনি টি-টোয়েন্টিতে ৫৮টি ইনিংস খেলে ২০০০ রান করেন। চতুর্থ স্থানে অ্যারন ফিঞ্চ। তিনি ৬২টি ইনিংস খেলে ২০০০ রান করেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম ম্যাচে হেরে গিয়েছেন বাবর আজমরা। প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৫৮ রান। জবাবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস অর্ধশতরান করেন। হ্যারি ব্রুক ২৫ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁদের দাপটে শেষ ওভারে গিয়ে ম্যাচ জেতে ইংল্যান্ড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy