দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ় এ বার উঠতে পারেনি মূলপর্বেই। দলের দায়িত্ব নিয়েও আহামরি কিছু করে দেখাতে পারেননি নিকোলাস পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পরে ওয়েস্ট ইন্ডিজ়ের সীমিত ওভারের দলের অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। এক বিবৃতিতে সোমবার তিনি এ কথা জানিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ়ের ৫০ ওভার এবং ২০ ওভার, দু’টি দলেরই দায়িত্বে ছিলেন পুরান। এ বছরের মে মাসে কিয়েরন পোলার্ডের থেকে দায়িত্ব নিয়েছিলেন। মাত্র কয়েক মাস স্থায়ী হল তাঁর অধিনায়কত্ব। পুরান বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে যা হয়েছে তা নিয়ে আমরা সবাই হতাশ। খুব গর্বের সঙ্গে এই দায়িত্ব নিয়েছিলাম। সম্পূর্ণ দায়বদ্ধতা ছিল। গত এক বছরে নিজের সেরাটা দিয়েছি। আশা করি শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফল দিয়ে আমাদের বিচার করা হবে না। আগামী দিনে দল নিয়ে যা বিশ্লেষণ হবে তাতে আমি থাকব। মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছাড়া আমাদের কোনও ম্যাচ নেই। তাই ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটের হাতে অনেকটা সময় থাকছে পরবর্তী নেতা বেছে নেওয়ার।”
Not easy to put this out as captaining @windiescricket has been an honour like no other, but rest assured my passion and commitment remains firmly intact. pic.twitter.com/y502cfzoWB
— NickyP (@nicholas_47) November 21, 2022
আরও পড়ুন:
পুরান আরও বলেছেন, “আমি হাল ছেড়ে দিচ্ছি না। এখনও দল সম্পর্কে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। খুবই সম্মানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলাম। এখনও দেশের ক্রিকেটের প্রতি আমি সম্পূর্ণ দায়বদ্ধ। দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে নিজের ভূমিকা পালন করতে চাই। অধিনায়কত্ব ছাড়াও দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কাজ করতে চাই। এ বার নিজের খেলার দিকে মনোযোগ দিতে চাই এবং দেশকে কতটা কী দিতে পারি, সে দিকে নজর দিতে চাই।”