টম ব্লান্ডেল মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া করলেও তিন অঙ্কের রানে পৌঁছলেন ড্যারিল মিচেল। লর্ডসে দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান করল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ২৭৭ রান।
দ্বিতীয় দিনের শেষে অপরাজিত ছিলেন মিচেল ও ব্লান্ডেল। তৃতীয় দিনের শুরুতে শতরান করলেন মিচেল। ১০৮ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হয়ে যান তিনি। ২৫১ রানের মাথায় পর পর তিন উইকেট পড়ল নিউজিল্যান্ডের। প্রথম ইনিংসে রান করা কলিন ডি গ্র্যান্ডহোম শূন্য রানে সাজঘরে ফিরলেন। খাতা খোলেননি কাইল জেমিসনও।
আরও পড়ুন:
টিম সাউদির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ব্লান্ডেল। দেখে মনে হচ্ছিল শতরান করবেন তিনি। মাত্র চার রান দূরে ৯৬ রানের মাথায় আউট হয়ে গেলেন ব্লান্ডেল। সাউদি করলেন ২১ রান। শেষ পর্যন্ত ২৮৫ রানের মাথায় শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।