বরুণ চক্রবর্তীকে নিয়ে চিন্তিত নয় নিউ জ়িল্যান্ড শিবির। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে কলকাতা নাইট রাইডার্সের রহস্য-স্পিনারকে সামলাতে বিশেষ প্রস্ততি নিচ্ছে কিউয়িরা। নিউ জ়িল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, রবিবারের ফাইনালের জন্য প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছেন না তাঁরা।
গ্রুপ পর্বের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনার নিয়ে দল সাজিয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। প্রতিযোগিতায় সেই ম্যাচেই প্রথম খেলেন বরুণ। জীবনের দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই প্রতিপক্ষকে চমকে দিয়েছিলেন বরুণ। ৪২ রানে ৫ উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে বরুণ ২ উইকেট নেন ৪৯ রান খরচ করে। ফাইনালেও ভারতীয় শিবিরের অন্যতম ভরসা তামিলনাড়ুর স্পিনার।
নিউ জ়িল্যান্ড শিবির জানে, সমস্যায় ফেলতে পারেন বরুণ। মিচেল স্যান্টনার, কেন উইলিয়ামসনেরা সতর্ক। নিউ জ়িল্যান্ড কোচও গুরুত্ব দিচ্ছেন বরুণকে। স্টেড বলেছেন, ‘‘আমাদের বিরুদ্ধে ৪২ রানে ৫ উইকেট নিয়েছিল বরুণ। আশা করছি, ফাইনালেও খেলবে। বরুণ খুব ভাল বোলার। আমাদের বিরুদ্ধেই শেষ ম্যাচে নিজের দক্ষতা প্রমাণ করেছে। নিশ্চিত ভাবে ওকে নিয়ে আমাদের ভাবতেই হবে। ওর বল সামলানোর উপায় বার করতে হবে। ওর বিরুদ্ধে রান করার কৌশল ঠিক করতে হবে।’’ শেষ দু’টি ম্যাচে বরুণের বোলিং বিশ্লেষণ করছে নিউ জ়িল্যান্ড শিবির। ভারতীয় স্পিনারের বলের বৈচিত্র বোঝার চেষ্টা করছেন স্টেডেরা।
ভারতের স্পিন আক্রমণ নিয়ে স্টেড যেমন চিন্তিত, তেমনই অসন্তুষ্ট প্রতিযোগিতার সূচি নিয়ে। দু’দেশে সফর করে খেলতে হওয়ায় খুশি নন নিউ জ়িল্যান্ডের কোচ। স্টেড বলেছেন, ‘‘সূচি সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের হাতে নেই। এটা নিয়ে বেশি ভেবে তাই লাভ নেই। ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলার সুবিধা পাচ্ছে। আমরা একটা ম্যাচই খেলার সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই শেখার চেষ্টা করছি সবাই।’’
আরও পড়ুন:
ফাইনালের আগে উত্তেজিত নিউ জ়িল্যান্ড কোচ। তিনি বলেছেন, ‘‘আটটা দলকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল। এখন দুটো দলের প্রতিযোগিতা। সবচেয়ে উত্তেজক পরিস্থিতি। আমরা এখনও পর্যন্ত একটা ম্যাচ হেরেছি। রবিবার ভারতকে হারানোর থেকে খুশির কিছু হতে পারে না আমার জন্য। তবে জিততে হলে আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে।’’