হতাশ স্টোকস, ব্রড। ছবি রয়টার্স
লর্ডসে প্রথম টেস্টে টসে হারের পর প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিং ধস দেখা গিয়েছিল। তবে ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে টসে হারলেও লড়াই করছে কিউয়িরা। প্রথম দিনের শেষে তাদের রান ৩১৮-৪। ক্রিজে রয়েছেন ড্যারিল মিচেল (৮১) এবং টম ব্লান্ডেল (৬৭)। পঞ্চম উইকেটে ১৪৯ রানের জুটি গড়ে ফেলেছেন তাঁরা। ইংল্যান্ডের কোনও বোলারই এই জুটিকে বিপদে ফেলতে পারেনি।
কোভিড হওয়ায় কেন উইলিয়ামসন ছিলেন না। ফলে দ্বিতীয় টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব নিতে হয় টম লাথামকে। প্রথম থেকেই জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড সুইং করতে শুরু করেন। তবে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটাররা কোনও ভুল শট খেলার ঝুঁকি নেননি। শান্ত মনে খেলছিলেন লাথাম এবং উইল ইয়ং। ইংল্যান্ড প্রথম সাফল্য পায় ২০ ওভার নাগাদ। প্রথম উইকেটে ৮৪ রান ওঠার পর ২১তম ওভারের শেষ এবং ২২তম ওভারের প্রথম বলে দুই ওপেনারই সাজঘরে ফেরেন। ইয়ং ৪৭ এবং লাথাম ২৬ রান করেন।
মনে হচ্ছিল ফের ধস নামবে। তবে ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলসের সৌজন্যে সেটা হয়নি। তাঁরা তৃতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন। এর পর আবার দু’টি উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথমে হেনরি নিকোলসকে (৩০) ফেরান বেন স্টোকস। কনওয়ে (৪৬) ফিরে যান অ্যান্ডারসনের বলে। সেখান থেকে জুটি বাধেন ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেল। লর্ডসে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছিলেন তাঁরা। ট্রেন্ট ব্রিজেও একই দৃশ্য।
এই ম্যাচে বেশ কিছু ক্যাচ ফেললেন স্টোকসরা। ১৬ রানের মাথায় নিকোলসের ক্যাচ দ্বিতীয় স্লিপে ফেলেন জ্যাক ক্রলি। ব্লান্ডেল শূন্য রানে আউট হতে পারতেন। স্টোকসের বলে তাঁর ক্যাচ ফেলেন জো রুট।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy