ছ’বছর পর আবার আইপিএলে অধিনায়ক অজিঙ্ক রাহানে। এই বছর কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব তাঁর কাঁধে। সঙ্গে রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দায়িত্ব পেয়ে গর্বিত রাহানে। আপ্লুত পণ্ডিতকে পাশে পেয়ে।
নিলামে দেড় কোটি টাকা দিয়ে রাহানেকে কিনেছিল কলকাতা। দু’বছর আগে কেকেআরে ছিলেন তিনি। এ বার ফিরলেন এবং পেলেন অধিনায়কের দায়িত্বও। গত বছর শ্রেয়স আয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। সেই দলের দায়িত্ব নিয়ে গর্বিত রাহানে। সম্প্রচার সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এমন একটা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ। খুব কঠিন দায়িত্ব। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি চাইব সব কিছু সহজ ভাবে রাখতে। এর আগে মুম্বইয়ের হয়ে পণ্ডিত স্যর এবং আমি একসঙ্গে কাজ করেছিলাম। জানি স্যর কী ভাবে দল চালাতে পছন্দ করেন। খুবই শৃঙ্খলাপরায়ণ উনি। জানেন কী ভাবে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে আনতে হয়।”
আরও পড়ুন:
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা) এই মরসুমে সবচেয়ে বেশি রান করেছিলেন রাহানে। মুম্বই দলের অধিনায়কও ছিলেন তিনি। রাহানে বলেন, “আমি দলের ক্রিকেটারদের সঙ্গে সব সময় কথা বলি। মাঠে নিজের মতো খেলতে দিই। আমি মনে করি, দলের সকলে যদি একে অপরকে বুঝতে পারে এবং নিজের মতো খেলতে পারে, তা হলে সাফল্য আসবেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবার ট্রফি জেতা। এই দলের অধিনায়ক হয়ে আমি গর্বিত। এই মরসুমে আমরা নিজের সেরাটা দিতে চাই।”
আন্তর্জাতিক স্তরে ভারতীয় দলকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন রাহানে। এ বার কেকেআরের দায়িত্ব তাঁর কাঁধে। ট্রফি জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না রাহানে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ