প্রথমে ঋষভ পন্থের প্রশংসা করেছিলেন অভিষেক পোড়েল। গত আইপিএলে পন্থ ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। এ বারে তিনি চলে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর পটেল। তাঁকে দাদা বলে সম্বোধন করলেন বাংলার উইকেটরক্ষক।
২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এখনও পর্যন্ত এক বারও জিততে পারেনি দিল্লি। তবে পোড়েলের বিশ্বাস অক্ষরের হাত ধরেই ট্রফি পাবেন তাঁরা। এ বারের আইপিএলে সুযোগ পাওয়া একমাত্র বাঙালি ক্রিকেটার বলেন, “গত তিন-চার বছর (সাত বছর) ধরে দিল্লি দলে রয়েছে অক্ষর। অধিনায়ক হিসাবে ওকে বাছাই করা সঠিক সিদ্ধান্ত। অক্ষর আমার দাদার মতো। মাঠের বাইরে খুব মজার মানুষ ও। মাঠে নামলে খেলা থেকে মনোযোগ সরে না। অক্ষরের নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে আছি। আমি বিশ্বাস করি ওর নেতৃত্বে দিল্লি ট্রফি জিতবে।”
আরও পড়ুন:
এর আগে পন্থের ভূয়সী প্রশংসা করেছিলেন পোড়েল। তিনি বলেছিলেন, “ঋষভ পন্থ আমাকে যা যা শিখিয়েছে সব আমার মনে আছে। পন্থ হল প্রকৃত ম্যাচ জেতানো ক্রিকেটার। ওকে খুব মিস্ করব। তবে ক্রিকেট হল একটা যুদ্ধ যেটা আমাদের জিততে হবে।” সেই সময় যদিও অক্ষরেরও প্রশংসা করেছিলেন পোড়েল। তিনি বলেছিলেন, “বিপক্ষের জন্য বাপু (অক্ষরের ডাকনাম) বিপজ্জনক ক্রিকেটার। গত দু’বছরে অক্ষরের সঙ্গে দারুণ কিছু স্মৃতি রয়েছে আমার। আলাদা বন্ধন তৈরি হয়েছে। ঋষভ এবং অক্ষরের অধিনায়কত্ব একই রকম। ওরা দু’জনেই মজার ছেলে।”
নতুন পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন পোড়েল। ১২ মার্চ দিল্লি গিয়েছেন তিনি। সেই দিন থেকেই তাঁর দল অনুশীলন শুরু করেছিল। চন্দননগরের পোড়েল বলেন, “দিল্লি দলে আমি প্রচুর সুযোগ পেয়েছি। সকলের কাছে খুবই কৃতজ্ঞ। সৌরভ (গঙ্গোপাধ্যায়) স্যর আমাকে খুবই সাহায্য করেছে। সব সময় বলেছে, হাত খুলে ব্যাট করতে। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। নিজের উন্নতি বুঝতে পারছি। আগে যেমন খেলতাম, এখন আর তেমন খেলি না।”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ