কুঁচকির চোটে ছিটকে গেলেন সাইনি। ফাইল ছবি।
চোটের জন্য ভারতীয় ‘এ’ দল থেকে ছিটকে গেলেন জোরে বোলার নবদীপ সাইনি। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে এক দিনের সিরিজে তিনি খেলতে পারবেন না। চোটের জন্য খেলা হবে না দলীপ ট্রফির ম্যাচও।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, নবদীপের ডান দিকের কুঁচকিতে চোট লেগেছে। দলীপ ট্রফির সেমিফাইনাল ম্যাচের প্রথম দিনের খেলাতেই চোট পেয়েছেন তিনি। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে বল করার সময়ই কুঁচকিতে চোট পান উত্তরাঞ্চলের এই জোরে বোলার। তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে।
সাইনি চোট পাওয়ায় তাঁর পরিবর্ত হিসাবে ঋষি ধবনকে ভারতীয় ‘এ’ দলে নেওয়া হয়েছে। মাঠে ফিরতে সাইনির কয়েক সপ্তাহ সময় লাগবে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা তাঁর চোট পরীক্ষা করে দেখবেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই সাইনির চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Update 🚨 - Mohd. Shami tests positive for COVID-19, Navdeep Saini ruled out of India ‘A’ series.
— BCCI (@BCCI) September 18, 2022
More details ⬇️https://t.co/XEhzkqh4FD
দলীপ ট্রফির সেমিফাইনালে দক্ষিণাঞ্চল ৬৫০ রানে হারিয়েছে উত্তরাঞ্চলকে। দক্ষিণাঞ্চলের ৮ উইকেটে ৬৩০ রানের জবাবে উত্তরাঞ্চল করে ২০৭ রান। ফলোঅন না করিয়ে দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে করে ৪ উইকেটে ৩১৬ রান। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৪ রানেই শেষ হয়ে যায় উত্তরাঞ্চলের ইনিংস। এই ম্যাচেও অবশ্য তেমন পারফরম্যান্স করতে পারেননি সাইনি। প্রথম ইনিংসে ৫৮ রান দিয়ে এক উইকেট নেন তিনি। চোটের জন্য দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি সাইনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy