আসগরকে ‘গার্ড অব অনার’ দিচ্ছেন আফগান ক্রিকেটাররা। ছবি: টুইটার থেকে।
বিশ্বকাপ জিতবেন, এই স্বপ্ন তাঁদের সমর্থকরাও দেখেন না। কিন্তু ইতিমধ্যেই বিশ্বজয় করা হয়ে গেল আফগানিস্তান ও নামিবিয়ার। রবিবারের ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। জানিয়েছিলেন, নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটিই শেষ। ব্যাট করতে নামার সময় আসগরকে প্রথমে সম্মান জানান নামিবিয়ার ক্রিকেটাররা। তাঁকে ‘গার্ড অব অনার’ দেন তাঁরা। তিনি আউট হয়ে ফেরার সময় তাঁকে ‘গার্ড অব অনার’ দেন আফগান ক্রিকেটাররা।
আফগান ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে রহমানউল্লা গুরবাজ আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন আসগর। তখনই দেখা যায় দু’পাশে দাঁড়িয়ে রয়েছেন নামিবিয়ার ক্রিকেটাররা। হাত তালি দিয়ে আসগরকে তাঁরা শুভেচ্ছা জানান।
Former skipper and national player @MAsgharAfghan played his last match today against Namibia, made important 31 runs and bade farewell to all formats of cricket with heavy heart. He received the guard of honor from his teammates.
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 31, 2021
: @GettyImages pic.twitter.com/jZK5amNQT7
শেষ ম্যাচে ২৩ বলে ৩১ করে আউট হন সব থেকে সফল আফগান অধিনায়ক। তাঁর সাজঘরে ফেরার সময় দেখা যায় সাইডলাইনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন আফগান ক্রিকেটাররা। ব্যাট তুলে তাঁকে সম্মান দেখান রশিদ খানরা। প্যাভিলিয়নে আফগান সমর্থকদেরও দেখা যায় ‘সেলাম’ জানাচ্ছেন তাঁদের প্রিয় ক্রিকেটারকে।
৩৩ বছর বয়সি আসগর ১১৪টি এক দিনের ম্যাচ, ৭৫টি টি২০ ও ৬টি টেস্ট খেলেছেন। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে মোট ৪,২৪৬ রান করেছেন তিনি। আফগান অধিনায়ক হিসাবে ৫২ টি২০ ম্যাচের মধ্যে ৪২টিতে জিতেছেন তিনি, যা এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy