গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এ বছর জিতল চ্যাম্পিয়ন্স ট্রফি। পর পর দু’বছর দু’টি ট্রফি জিতলেও তৃপ্ত নন হার্দিক পাণ্ড্য। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যায় ভারত। সেই ম্যাচে ৪৩ বলে ৭৬ রান করেছিলেন হার্দিক। তবুও ম্যাচ হারতে হয়েছিল। সেই দুঃখ যদিও এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভুলে গিয়েছেন।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হার্দিক। বল হাতেও তিনি ছিলেন দলের দ্বিতীয় পেসার। হার্দিক বলেন, “২০১৭ সালে কাজ বাকি রয়ে গিয়েছিল। আমি সত্যিই খুশি যে, এ বার বলতে পারব আমি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। শুনতে ভাল লাগছে।”
আরও ট্রফি জিততে চাইছেন হার্দিক। তিনি বলেন, “আমি সব সময় ট্রফি জিততে চাই। যত চ্যাম্পিয়নশিপ জিততে পারব, তত ভাল। ২০২৪ সালে ট্রফি জেতার পর বলেছিলাম, এটা শেষ নয়। আরও ৫-৬টা ট্রফি প্রয়োজন। খুব খুশি যে একটা যোগ হল সেই তালিকায়।”
আরও পড়ুন:
পর পর দু’বছর দু’টি ট্রফি জিতে খিদে আরও বেড়ে গিয়েছে হার্দিকের। তিনি বলেন, “আমার জীবনের এবং ক্রিকেট জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দলকে জেতানো। আমি শুধু দলের জয় নিশ্চিত করতে চাই।”
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন হার্দিক। তিনি বলেন, “চ্যাম্পইন্স ট্রফি জয় হয়ে গিয়েছে। এ বার লক্ষ্য দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সেখানে ট্রফি তুলতে চাই।”