তিন জন দৌড়বিদকে নির্বাসিত করল ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা। গত মাসে নয়াদিল্লিতে একটি ম্যারাথনে তাঁরা অন্যের হয়ে দৌড়েছিলেন। ভারতীয় রেলে কর্মরত এক চিকিৎসকের স্ত্রীয়ের সঙ্গে বিব পাল্টে দৌড়েছিলেন তাঁদের এক জন। ২৩ ফেব্রুয়ারি ছিল প্রতিযোগিতা। ম্যারাথনের মাঝে পাল্টে যায় দুই প্রতিযোগীর বিব।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’এর খবর অনুযায়ী, অন্যের নামে খেলতে নামা এক ধরনের প্রতারণা। সেই কারণে তিন দৌড়বিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁদের। ম্যারাথনের এক আয়োজক নাগরাজ আদিগা বলেন, “নয়াদিল্লি ম্যারাথনে প্রতারণা হয়েছে। তিন জনকে আমরা নির্বাসিত করেছি। আগামী দিনে তাঁদের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে।”
আরও পড়ুন:
পুরো ম্যারাথনের ভিডিয়ো করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক চিকিৎসক রেলকর্মীর স্ত্রী শুরু করেছিলেন ম্যারাথন। তিনি যথেষ্ট মন্থর গতিতে শুরু করেন। পরে তাঁর গতি বেড়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে, যে জায়গায় ওই প্রতিযোগীর গতি বেশি, সেখানে তাঁর বদলে অন্য এক দৌড়বিদ রয়েছেন। তাঁরা বিব পাল্টে নিয়েছিলেন। শুরু এবং শেষের গতি আলাদা ছিল। বিবগুলিতে এক ধরনের চিপ লাগানো ছিল। সেটার মাধ্যমেই গতির বদল ধরা পড়ে।
উল্লেখ্য, নির্বাসিত হওয়া দৌড়বিদ সংস্থায় চাকরি পেয়েছেন স্পোর্টস কোটার মাধ্যমে। তিনি কোনও মন্তব্য করতে চাননি। যে মহিলার বিব নিয়ে তিনি দৌড়েছিলেন, তাঁর স্বামী ভারতীয় রেলের চিকিৎসক। তিনি বলেন, “আমার স্ত্রী ৩৪ কিলোমিটার পর্যন্ত দৌড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। সম্ভবত ভুল করে ওই ব্যক্তি আমার স্ত্রীয়ের বিব নিয়ে দৌড়েছিলেন।”