Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Deepti Sharma

বাটলারকে আউট করতে গিয়ে আচমকাই ভারতের দীপ্তির নাম অজি বোলারের মুখে, শুরু বিতর্ক

জস বাটলারকে মাঁকড়ীয় আউট করতে গিয়েছিলেন মিচেল স্টার্ক। সে সময় দীপ্তির নাম উল্লেখ করে তিনি ইংরেজ ব্যাটারকে সতর্ক করেন। তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বিতর্কের মুখে স্টার্ক।

বিতর্কের মুখে স্টার্ক। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৮:৫০
Share: Save:

শনিবার এশিয়া কাপ জিতেছেন। তার আগের দিন হঠাৎ করেই শিরোনামে দীপ্তি শর্মা। ভারতের মহিলা দলের ক্রিকেটারের সঙ্গে ফের জড়িয়ে গেল ‘মাঁকড়ীয় আউট’। তবে এ বার তিনি সরাসরি যুক্ত নন। জস বাটলারকে মাঁকড়ীয় আউট করতে গিয়েছিলেন মিচেল স্টার্ক। সে সময় দীপ্তির নাম উল্লেখ করে তিনি ইংরেজ ব্যাটারকে সতর্ক করেন। তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ইংল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারে এই ঘটনা ঘটেছে। ভিডিয়ো ফুটেজে স্পষ্ট শোনা গিয়েছে, বাটলারকে সতর্ক করতে দীপ্তির নাম উচ্চারণ করেছেন স্টার্ক। বলেছেন, “আমি দীপ্তি নই। কিন্তু আমি মাঁকড়ীয় আউট করতে পারি। দুম করে ক্রিজ ছেড়ে বেরোনোর মতো সাহস দেখিয়ো না।” বাটলার আগে ক্রিজ ছেড়ে বেরোনোর দাবি অস্বীকার করেন। তবে বিষয়টি এর বেশি এগোয়নি।

তবে স্টাম্প মাইকে স্টার্কের কথা শোনার পরেই তৈরি হয়েছে বিতর্ক। কারণ, আইসিসি নতুন নিয়মের ফলে মাঁকড়ীয় আউট এখন আর অবৈধ বা ক্রিকেটীয় আদর্শের পরিপন্থী নয়। বোলারের হাত থেকে বল বেরোনোর আগে নন স্ট্রাইকার ক্রিজ ছেড়ে বেরোলে আউট করা সম্পূর্ণ অধিকার রয়েছে বোলারের। বাটলার আগে বহু বার ক্রিজ ছেড়ে বেরিয়েছেন। দু’বার মাঁকড়ীয় পদ্ধতিতে আউটও হয়েছেন, যার মধ্যে এক বার আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন তাঁকে আউট করেন। দেখা গিয়েছে, বাটলারের স্বভাব এখনও বদলায়নি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE