বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১০ বছর পর সিরিজ় জিতেছে তারা। হারলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বুকে কাঁপুনি ধরিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ৩২টি উইকেট নিয়ে সিরিজ় সেরা হয়েছিলেন। বুমরাহকে নিয়ে এখনও দুঃস্বপ্ন কাটছে না মিচেল মার্শের। চার বছরের ভাইপোকে বুমরাহের বোলিং অ্যাকশন নকল করে বল করতে দেখে অবাক হয়ে গিয়েছেন তিনি।
খারাপ ফর্মের কারণে বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথেই বাদ পড়েছিলেন মার্শ। তার আগে ব্রিসবেনে আউট হয়েছিলেন বুমরাহের বলে। সব মিলিয়ে আট ইনিংসে তিন বার বুমরাহের শিকার মার্শ।
অস্ট্রেলিয়া বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মার্শ জানিয়েছেন, চার বছরের ভাইপো টেড অবিকল বুমরাহের বোলিং অ্যাকশন নকল করতে শিখে গিয়েছে। সেই বোলিং খেলতেও যে তাঁর অসুবিধা হয়েছে তা স্বীকার করেছেন মার্শ।
মার্শের কথায়, “আমার ভাইপো টেডের চার বছর বয়স। এক দিন বাড়ির উঠোনে আমরা ক্রিকেট খেলছিলাম। হঠাৎ করেই বুমরাহের মতো অ্যাকশনে বল করা শুরু করল ও। আমার দুঃস্বপ্ন আবার শুরু হয়ে গেল।”
আরও পড়ুন:
অনুষ্ঠানে মজা করে মার্শ জানিয়েছেন, তাঁর খারাপ ফর্ম থাকায় অস্ট্রেলিয়াকে বাড়তি পরিশ্রম করে ১০ জন ক্রিকেটারকে নিয়ে ভারতকে হারাতে হয়েছে। মার্শের কথায়, “অস্ট্রেলিয়ায় সিরিজ় জয় অসাধারণ কৃতিত্ব। বিশেষত যেখানে ১০ জন ক্রিকেটারকে নিয়ে খেলতে হয়েছে। কারণ আমার ফর্ম খুবই খারাপ ছিল।”