দুবাইয়ে গিয়ে যাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ দেখতে চান তাঁদের জন্য সুখবর। সোমবার থেকেই টিকিটের বিক্রি শুরু হয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সরকারি ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে। দামও সাধারণের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ১২৫ দিরহাম বা ভারতীয় মুদ্রায় ২৯০০ টাকার কাছাকাছি। এর পর বিভিন্ন স্তরে বিভিন্ন টিকিটের দাম রাখা হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে যে ম্যাচগুলি হবে তার টিকিট বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। সেই টিকিট অবশ্য এখনই মিলবে না। আইসিসি-র এক কর্তা জানিয়েছেন, দুবাইয়ে প্রথম সেমিফাইনাল হওয়ার পরেই ফাইনালের টিকিট ছাড়া হবে। ভারত যদি ফাইনালে ওঠে, তা হলে ম্যাচটি হবে দুবাইয়েই। না হলে লাহোরে ম্যাচ হবে। সে কারণেই ফাইনালের টিকিট এখন ছাড়া হচ্ছে না বলে মত সংশ্লিষ্ট মহলের।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচটিও দুবাইয়ে হবে। বাকি দেশগুলি খেলবে পাকিস্তানের তিনটি মাঠে। একটি সেমিফাইনালও হবে পাকিস্তানে।
আরও পড়ুন:
ভারতের ম্যাচ দুবাইয়ে হওয়ার কারণে যাতায়াতের বিশেষ ঝামেলা নেই। প্রচুর মানুষ খেলা দেখতে যাবেন বলে মনে করা হচ্ছে। টিকিট নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে।