Advertisement
০৬ নভেম্বর ২০২৪
India vs Australia

হারের ধাক্কার পর অস্ট্রেলিয়ায় সফল হতে ভারতের চাই দু’টি জিনিস, জোড়া টোটকা প্রাক্তন ইংরেজ অধিনায়কের

নিউ জ়‌িল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ হেরেছে ভারত। এ বার অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট খেলতে যাচ্ছে তারা। প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের মতে, একটি জিনিসে উন্নতি করলেই অস্ট্রেলীয়দের বিরুদ্ধে জিততে পারে ভারত।

cricket

ভারতীয় ক্রিকেট দল। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১২:৩৪
Share: Save:

নিউ জ়‌িল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ হেরে ভারতের মানসিকতা তলানিতে। এই অবস্থায় অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলতে যাচ্ছে তারা। ফর্মে থাকা অস্ট্রেলীয়দের বিরুদ্ধে ভারতীয়দের অবস্থা আরও খারাপ হতে পারে। প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের মতে, একটি জিনিসে উন্নতি করলেই অস্ট্রেলীয়দের বিরুদ্ধে জিততে পারে ভারত।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা দেখে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে শঙ্কিত ভন। তাঁর মতে, এই দুই ক্রিকেটার রান পেলে তবেই জিততে পারে ভারত। ভনের কথায়, “অস্ট্রেলিয়ায় জিততে গেলে সবার আগে রোহিত এবং কোহলির ফর্মে ফেরা দরকার। ওদের বড় রান করতে হবে এবং সেরা ফর্মে ফিরতে হবে। আশা করি ওরা সেটা পারবে। তবে একটা ভয়ও থাকছে।”

ভনের সংযোজন, “ওরা এখন খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। এমন একটা অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে খেলতে চলেছে যে দলে ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়েরা রয়েছে। তা-ও আবার ওরা নিজেদের দেশে খেলবে। তাই দুর্দান্ত টেকনিক এবং অসাধারণ মানসিকতা না থাকলে জেতা কঠিন।”

নিউ জ়‌িল্যান্ড সিরিজ়ে যে কোহলিকে দেখেছেন তাতে আতঙ্কিত ভন। তাঁর মতে, এই কোহলির সঙ্গে আগের কোহলিকে চেনাই যাচ্ছে না। ভন বলেছেন, “অস্ট্রেলিয়ায় গত বার কোহলিকে প্রায় পায়ইনি ভারত। গাব্বায় রান তাড়া করার সময় কোহলি ছিল না। ৩২ বছর গাব্বাতে হারেনি অস্ট্রেলিয়া। সেখানেও ভারত ওদের হারিয়েছে। এ বার দলে কোহলি রয়েছে আর ওকে নিয়েই চিন্তা বেশি। যে ভাবে মিচেল স্যান্টনারের ফুলটসে বোল্ড হয়েছে তাতে বুঝেছি এই কোহলি আগের কোহলি নয়।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE