এ বার আইপিএলের ফাইনাল হবে ২৫ মে। তার পর দিন থেকেই আর একটি টি-টোয়েন্টি লিগে খেলতে নামতে হবে সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানেদের। টি২০ মুম্বই লিগে সব সিনিয়র ক্রিকেটারদের ‘বাধ্যতামূলক’ ভাবে খেলার নির্দেশ দিয়েছে মুম্বই রাজ্য সংস্থা। প্রতিযোগিতার মুখ করা হয়েছে রোহিত শর্মাকে।
রাহানে, সূর্য ছাড়াও শ্রেয়স আয়ার, শিবম দুবে, পৃথ্বী শ, শার্দূল ঠাকুরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি তাঁরা ইংল্যান্ড সিরিজ়ের দলে জায়গা না পান তা হলে এই টি-টোয়েন্টি লিগে খেলতেই হবে। সূর্য, শিবম, শ্রেয়স ইতিমধ্যেই এই লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
ভারতীয় দলের যে ক্রিকেটারে এই প্রতিযোগিতায় খেলবে তাঁরা নিলামের অর্থ ছাড়াও মুম্বই ক্রিকেট সংস্থার থেকে আলাদা করে ১৫ লক্ষ টাকা করে পাবেন। নিলামে ন্যুনতম মূল্য কত রাখা হবে তা এখনও ঠিক করা হয়নি।
এই লিগের জন্য ২৮০০ ক্রিকেটার নাম লিখিয়েছেন। মে মাসের কোনও এক দিনে নিলাম হবে। ২৬ মে থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৫ জুন পর্যন্ত।
আরও পড়ুন:
এমসিএ সচিব অভয় হড়প বলেছেন, “টি২০ মুম্বই লিগের তৃতীয় মরসুমের জন্য যে সাড়া পাওয়া যাচ্ছে তা অভূতপূর্ব। ২৮০০ ক্রিকেটারের নথিভুক্তিই সেটা বুঝিয়ে দিচ্ছে। ক্রিকেটের প্রতি মুম্বইবাসীর আবেগ কখনও কমার নয়।”
গত দু’টি মরসুমে ছ’টি করে দল এই লিগে খেলেছিল। এ বার আরও দু’টি দল যোগ দিতে চলেছে। তাদের নাম দ্রুত ঘোষণা করা হবে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ