আক্রমণাত্মক: স্কটল্যান্ড ম্যাচে ব্যাট করছেন গাপ্টিল। আইসিসি
দুবাইয়ে বুধবার ম্যাচ জেতানো ইনিংস খেলে তাঁর ৪.৪ কিলো ওজন কমেছে বলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন মার্টিন গাপ্টিল। ‘‘মাঠ থেকে আসার পরে দেখা যায়, আমার ৪.৪ কিলো ওজন কমে গিয়েছে। তাই হাইড্রেশন প্রক্রিয়া চালু করতে হয় তাড়াতাড়ি করে,’’ স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে ৯৩ রানের ইনিংস খেলার পরে নিজের দেশের টিভি নিউজ়িল্যান্ড ব্রেকফাস্ট শো-তে বলেছেন তিনি। যোগ করেছেন, ‘‘বেশ গরমের মধ্যে খেলতে হয়েছিল। কাহিল হয়ে পড়েছিলাম। একটা বিশ্রামের দিন পাচ্ছি বলে স্বস্তি।’’
ব্যাট করার সময় বেশ কতগুলি দুই রানও নিতে হচ্ছিল, যা আরও কঠিন করে দিচ্ছিল কাজ, বলছেন গাপ্টিল। ‘‘ইনিংসের শেষের দিকে এক দিকে যেমন ব্যাট চালাতে হয়, তেমনই জোরে দৌড়তেও হয় যাতে এক রানকে দু’রানে পরিণত করা যায়। তাই কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছিল,’’ মন্তব্য তাঁর। নিউজ়িল্যান্ড ওপেনার ছ’টি চার ও সাতটি ছয় মারেন। দুবাইয়ের গরম ও আর্দ্রতার মধ্যে দেড় ঘণ্টার উপর ব্যাট করেন গাপ্টিল। উনিশতম ওভারে গিয়ে তিনি আউট হন। তাঁর ঝোড়ো ব্যাটিংই পার্থক্য গড়ে দেয়।
বিরাট কোহালির পরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিন হাজার রান পূর্ণ করেন গাপ্টিল। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১৫০টি ছক্কা মারার কৃতিত্বও অর্জন করেন তিনি। ১৩৭টি ছক্কা নিয়ে তালিকায় দ্বিতীয় রোহিত শর্মা। তার পরে রয়েছেন ক্রিস গেল (১২২) এবং অইন মর্গ্যান (১১৯)। যদিও এই পরিসংখ্যান শুধুই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ধরে। আইপিএল বা অন্য কুড়ি ওভারের লিগ ধরলে গেল, রোহিতরা অনেক এগিয়েই থাকবেন। ‘‘গরমে কষ্ট হচ্ছিল খুবই। ফিল্ডিংয়ের মাঝপথে আমাকে বেরিয়ে আসতে হল। আমি এর চেয়েও গরমে হয়তো খেলেছি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে কাজটা অনেক কঠিন কারণ প্রত্যেক বলে দৌড়তে হচ্ছে, বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারার চেষ্টা করতে হচ্ছে,’’ বলেছেন ম্যাচের
সেরা গাপ্টিল।
এ দিকে, স্কটল্যান্ডকে হারানোর পরে শুক্রবার নামিবিয়ার মুখোমুখি হচ্ছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজ়িল্যান্ড। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পরে নামিবিয়া শিবির যখন কিছুটা হতোদ্যম অবস্থায় রয়েছে, তখন মার্টিন গাপ্টিলদের নিউজ়িল্যান্ড পরপর দু’ম্যাচে ভারত ও স্কটল্যান্ডকে হারিয়ে কিছুটা চনমনে অবস্থায়।
ভারত-পাকিস্তানকে নিয়ে গড়া দ্বিতীয় গ্রুপ থেকে ইতিমধ্যেই বাবর আজ়মেরা চলে গিয়েছেন সেমিফাইনালে। নিউজ়িল্যান্ড চার পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এই অবস্থায় নামিবিয়ার বিরুদ্ধে জিতলে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য অনেকটাই এগিয়ে যাবেন মার্টিন গাপ্টিলেরা। তাঁদের অধিনায়ক তা সত্ত্বেও বোলিং বিভাগের উন্নতি করতে মরিয়া। বলেছেন, ‘‘স্কটল্যান্ডের ব্যাটারেরা আমাদের বিরুদ্ধে ভালই খেলেছে। সেই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে পরের ম্যাচে নামার আগে।’’
তাই নামিবিয়ার বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের তিন পেসার ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে এবং টিম সাউদি কিছু করে দেখাতে মরিয়া। পাশপাশি স্পিন জুটি ইশ সোধি ও মিচেল স্যান্টনারও মুখিয়ে আরও ভাল ছন্দে থাকার জন্য। যাতে নামিবিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে বাকিদের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে থাকা যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy