শাহরুখের খেলা দেখছেন ধোনি। ছবি টুইটার
ম্যাচ শেষ করার দক্ষতা যে বাকিদের তুলনায় তাঁর অনেকটাই বেশি, এটা গোটা বিশ্বই জানে। সেই মহেন্দ্র সিংহ ধোনির সামনেই শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়ে দিলেন শাহরুখ খান। টিভিতেই পুরো ব্যাপারটাই দেখলেন ধোনি। সেই ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।
অতীতেও ঘরোয়া ক্রিকেট তামিলনাড়ুকে বহু ম্যাচে জিতিয়েছেন শাহরুখ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তার ব্যতিক্রম নয়। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৬ রান। প্রথম পাঁচ বলে ১১ রান উঠেছিল। শেষ বলে দরকার ছিল পাঁচ রান। সেই সময় প্রতীক জৈনের শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে জেতান শাহরুখ। ম্যাচ শেষ করার দক্ষতার কারণে অনেকেই শাহরুখকে ইতিমধ্যেই ধোনির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। সোমবার সেই ধোনির সামনেই ম্যাচ শেষ করলেন শাহরুখ।
WHAT. A. FINISH! 👌 👌
— BCCI Domestic (@BCCIdomestic) November 22, 2021
A last-ball SIX from @shahrukh_35 does the trick! 💪 💪
Tamil Nadu hold their nerve & beat the spirited Karnataka side by 4 wickets to seal the title-clinching victory. 👏 👏 #TNvKAR #SyedMushtaqAliT20 #Final
Scorecard ▶️ https://t.co/RfCtkN0bjq pic.twitter.com/G2agPC795B
Fini 𝙎𝙚𝙚 ing off in sty7e! 💛#SyedMushtaqAliTrophy #WhistlePodu 🦁 pic.twitter.com/QeuLPrJ9Mh
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 22, 2021
কর্ণাটক প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫১ তোলে। অভিনব মনোহর সর্বোচ্চ ৪৬ করেন। জবাবে তামিলনাড়ুর ওপেনার নারায়ণ জগদীশন (৪১) বাদে কেউই সে ভাবে রান করতে পারেননি। তবে তিনটি ছক্কার সাহায্যে ১৫ বলে অপরাজিত ৩৩ করে দলকে জেতান শাহরুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy