এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৬
রবিবার আর খেলা হবে না
আবার বৃষ্টি আসায় রবিবারের ম্যাচ বাতিল করে দিলেন আম্পায়ারেরা। আবার খেলা হবে সোমবার। পুরো ৫০ ওভারের খেলা হবে।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫০
আবার পর্যবেক্ষণ করবেন আম্পায়ারেরা
৮টায় সময় ফের মাঠ দেখা হবে।
Advertisement
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৩
৭.৩০-এ মাঠ দেখবেন আম্পায়াররা
তার পর বোঝা যাবে খেলা কখন শুরু হবে বা আদৌ শুরু হবে কি না।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২
বৃষ্টি চলছেই
মাঠে থোকা থোকা জল জমে গিয়েছে। এখনও বৃষ্টি থামেনি। ফলে খেলা শুরু করতে বেশ অনেক ক্ষণ সময় লাগবে।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৪
বৃষ্টিতে বন্ধ ম্যাচ
২৪.১ ওভারে শুরু হল বৃষ্টি। ভারতের স্কোর ১৪৭-২। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় মাঠকর্মীরা ঢাকতে দেরি করলেন কিছুটা। পাকিস্তানের ফখর জমান এসে হাত লাগালেন। বৃষ্টির বেগ অনেকটাই বেশি।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬
আউট শুভমন
শুভমনকে (৫৮) আউট করলেন শাহিন। ভারত ১২৩/২।
Advertisement
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২০
আউট রোহিত
রোহিতকে (৫৬) আউট করলেন শাদাব। ভারত ১২১/১
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৯
রোহিতের অর্ধশতরান
দাপুটে খেলছেন রোহিতও। তিনিও ৫০ করে ফেললেন।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০০
শুভমনের অর্ধশতরান
৩৭ বলে ৫০ করলেন শুভমন।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৬
ভারতের রান ১০ ওভারে ৬১-০
শুভমন ৪১ এবং রোহিত ১৮ রানে ক্রিজে।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৮
ভাল বোলিং নাসিমের
স্লিপে একটি ক্য়াচ ছাড়লেন পাকিস্তানের ফিল্ডাররা। নাসিমের বোলিং নজর কাড়ছে। তবে রোহিত-শুভমন কাউকেই মাথার উপরে উঠতে দিচ্ছেন না।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১২
শাহিনকে আক্রমণ রোহিতদের
ভয় না পেয়ে এ বার শুরু থেকেই শাহিনকে আক্রমণের রাস্তা বেছে নিয়েছেন রোহিতেরা। ২ ওভারে ১৮ রান দিলেন পাক পেসার।