ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। —ফাইল চিত্র।
পাথিরানাকে (শূন্য) আউট করলেন কুলদীপ। শ্রীলঙ্কার ইনিংস শেষ হল ১৭২ রানে। ৪১ রানে জয়ী ভারত।
অবশেষে রোহিতের মুখে হাসি ফোটালেন জাডেজা। ৪১ রান করে আউট ধনঞ্জয় ডি’সিলভা। ভারতের জিততে দরকার আর ৩ উইকেট।
৯ রান করে জাডেজার বলে আউট শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা।
নিজের দ্বিতীয় উইকেট নিলেন কুলদীপ। তাঁর বলে ২২ রান করে আউট চরিথ আসালঙ্ক। পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা।
উইকেট নিলেন কুলদীপ যাদব। তাঁর বলে ১৭ রান করে ফিরলেন সমরবিক্রম। ৬৮ রানে ৪ উইকেট পড়ল শ্রীলঙ্কার।
চরিথ আসালঙ্ক ১৫ ও সাদিরা সমরবিক্রম ১২ রান করে খেলছেন।
করুণারত্নেকে (২) আউট করলেন সিরাজ। শ্রীলঙ্কা ২৫/৩।
ব্যাট করছেন করুণারত্নে (২) এবং মেন্ডিস (১১)
নিজের দ্বিতীয় ওভারেই উইকেট নিলেন যশপ্রীত বুমরা। আউট নিশঙ্ক।
পাঁচ বল বাকি থাকতে অল আউট হয়ে গেল ভারত। ১০টি উইকেটই নিলেন শ্রীলঙ্কার স্পিনারেরা।
ভারতের ইনিংসের শেষ দিকে শুরু হয়েছে বৃষ্টি। মাঠ কভারে ঢাকা রয়েছে। ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে।
৫ রান করে আসালঙ্কর বলে আউট বুমরা। ভারতের অষ্টম উইকেট পড়ল।
৪ রান করে আসালঙ্কের বলে আউট জাডেজা। ১৭৮ রানে ৭ উইকেট পড়ে গেল ভারতের।
স্পেলের শেষ বলে হার্দিক পাণ্ড্যকে আউট করলেন শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি। ৫ রান করে আউট হলেন হার্দিক। ১৭২ রানে ভারতের ষষ্ঠ উইকেট পড়ল।
৩৩ রান করে চরিথ আসালঙ্কর বলে আউট ঈশান। ভারতের অর্ধেক দল ফিরে গেল সাজঘরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy