Advertisement
২১ নভেম্বর ২০২৪
সরফরাজ় খান।

সরফরাজ় খান। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৭:২৪
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৭:২৪ key status

আউট বিরাট

গ্লেন ফিলিপ্সের বলে আউট বিরাট। ৭০ রানের নিখুঁত ইনিংসের শেষ হল দিনের শেষ বলে। ফিলিপ্সের বলে খোঁচা দিলেন বিরাট। নিজেও বোঝেননি বল ব্যাটে লেগেছে। ক্যাচ উইকেটরক্ষকের হাতে। ১০২ বলে ৭০ রান করে আউট বিরাট।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৬:৩৩ key status

অর্ধশতরান বিরাটের

এই বছর টেস্টে প্রথম বার ৫০ রানের গণ্ডি পার করলেন বিরাট। সরফরাজ়ের সঙ্গে ১০০ রানের জুটি গড়লেন তিনি। তাঁদের ব্যাটেই ম্যাচে ফেরার আশা দেখছেন ভারতীয় সমর্থকেরা।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৬:২৩ key status

অর্ধশতরান সরফরাজ়

রোহিত এবং যশস্বী আউট হওয়ার পর ভারতকে টানছেন সরফরাজ় এবং বিরাট। ইতিমধ্যেই সরফরাজ় অর্ধশতরান করে ফেলেছেন। সে পথে এগচ্ছেন বিরাটও। তাঁরা ৯৩ রানের জুটি গড়ে ফেলেছেন। 

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৫:১৫ key status

আউট রোহিত

দুর্ভাগ্য রোহিতের। আজাজ পটেলের বলে ডিফেন্স করেছিলেন তিনি। ভারত অধিনায়কের ব্যাটে বল লেগে তা মাটিতে ড্র খেয়ে উইকেটে লাগে। ভারত ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করছে। সেই মুহূর্তে যশস্বী এবং রোহিতের উইকেট হারাল। ৫২ রান করে আউট হলেন রোহিত।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৫:০৬ key status

আউট যশস্বী

যে সময় ইনিংস গড়া প্রয়োজন ছিল, সেই সময় হঠাৎ আজাজ পটেলের বলে ক্রিজ় ছেড়ে এগিয়ে আসেন যশস্বী। বল ব্যাটে লাগেনি। চলে যায় নিউ জ়িল্যান্ডের উইকেটরক্ষকের হাতে। স্টাম্পড হন যশস্বী। কিন্তু এটাই বোঝা কঠিন যে, যশস্বী হঠাৎ এগিয়ে এসে শট খেলতে গেলেন কেন? টেস্টে এখনও অনেকটা সময় বাকি। ধরে খেলা প্রয়োজন ছিল। সেই সময়ই উইকেট হারাল ভারত। বলা যায়, যশস্বী নিজের উইকেট উপহার দিয়ে এলেন।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৩:২৯ key status

দ্বিতীয় ইনিংস শুরু ভারতের

ব্যাট করছেন রোহিত এবং যশস্বী।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৩:১৯ key status

৩৫৬ রানে লিড নিল নিউ জ়িল্যান্ড

রাচিনের ব্যাটে ভর করে ৪০২ রান তুলল নিউ জ়িল্যান্ড। লিড নিল ৩৫৬ রানে। রোহিত শর্মাদের সামনে রানের পাহাড়। প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে যাওয়া দলকে এ বার ঘুরে দাঁড়াতে হবে। সেই লক্ষ্যেই ব্যাট করতে নামবেন রোহিতেরা।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৩:০৩ key status

আউট আজাজ

কুলদীপের বলে এলবিডব্লিউ হলেন আজাজ পটেল। এর আগেও আউট ছিলেন তিনি। কিন্তু আম্পায়ার আউট দেননি, ভারতও রিভিউ নেয়নি। তাই সে বার বেঁচে গিয়েছিলেন আজাজ। তবে এ বার আম্পায়ার আউট দেওয়ার পর নিজে রিভিউ নিলেও উইকেট বাঁচেনি। নবম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৩:০০ key status

বড় রানে লিড নিউ জ়িল্যান্ডের

ভারতের বিরুদ্ধে বড় রানের লিড নিচ্ছে নিউ জ়িল্যান্ড। ইতিমধ্যেই ৩৩৭ রানে এগিয়ে গিয়েছে তারা। রাচিন রবীন্দ্র অনায়াসে স্পিন খেলছেন। অশ্বিন, জাডেজা, কুলদীপের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ১০০-র বেশি। 

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১২:৪৩ key status

অর্ধশতরান সাউদির

রাচিনের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন টিম সাউদি। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সিরাজের বলে আউট হওয়ার আগে দলকে ৩০০ রানের বেশি লিড নিতে সাহায্য করেন তিনি। 

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১১:২৮ key status

শতরান রাচিনের

বেঙ্গালুরুতে রাচিন রবীন্দ্রের দাদু, দিদিমা থাকেন। সেই শহরে খেলতে এসে শতরান করলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার। ভারতীয় বোলারদের উপর রীতিমত দাপট দেখাচ্ছেন রাচিন। নিউ জ়িল্যান্ড প্রথম টেস্টে প্রায় ৩০০ রানের লিড নিয়েছে। তার অনেকটাই রাচিনের ব্যাটে ভর করে।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১০:৫২ key status

২০০ রানের উপরে লিড নিউ জ়িল্যান্ডের

ভারত প্রথম ইনিংসে করেছিল মাত্র ৪৬ রান। ফলে লিড নিতে অসুবিধা হয়নি কিউইদের। শুক্রবার প্রথম সেশনেই সেই লিড ২০০ রান পার করল। অর্ধশতরান করলেন রাচিন রবীন্দ্র।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১০:৩৫ key status

তিন উইকেট জাডেজার

জাডেজার বলে এ বার বোল্ড ম্যাট হেনরি। জাডেজার বল সোজা উইকেটে ছিল। হেনরির পা নড়েনি। ব্যাট নামার আগেই বোল্ড হলেন তিনি।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১০:২৩ key status

আউট ফিলিপ্স

রবীন্দ্র জাডেজার বলে বোল্ড গ্লেন ফিলিপ্স। বলের লাইন বুঝতে পারেননি কিউই ব্যাটার। তাঁর পা এবং ব্যাটের মাঝ খান দিয়ে বল চলে যায় উইকেটে। ১৪ রান করে আউট ফিলিপ্স।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ০৯:৫৭ key status

উইকেট বুমরার

টম ব্লান্ডেলকে ফেরালেন বুমরা। স্লিপে ক্যাচ দিলেন কিউই উইকেটরক্ষক। বুমরার বলে খোঁচা দিলেন ব্লান্ডেল। বল চলে যায় স্লিপে দাঁড়ানো লোকেশ রাহুলের হাতে। ৮ বলে ৫ রান করে আউট ব্লান্ডেল।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ০৯:৪৫ key status

উইকেট নিলেন সিরাজ

ড্যারিল মিচেলকে ফেরালেন সিরাজ। ৪৯ বলে ১৮ রান করে আউট কিউই ব্যাটার। সকাল থেকেই ব্যাটারদের উপর চাপ তৈরি করছিলেন সিরাজ। সেটার ফল পেলেন। মিচেলের ব্যাটে লেগে বল চলে যায় গালিতে। ক্যাচ ধরতে গিয়ে হাতে লাগে যশস্বী জয়সওয়ালের। আপাতত মাঠের বাইরে তিনি।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ০৯:২৩ key status

নামলেন না পন্থ

বৃহস্পতিবার চোট পেয়েছিলেন পন্থ। শেষ দিকে উইকেটরক্ষক হিসাবে খেলতে নেমেছিলেন ধ্রুব জুরেল। শুক্রবার সকালেও জুরেলই নামলেন। পন্থ এখনও খেলার জন্য তৈরি নন। তবে ব্যাটার পন্থকে না পেলে সমস্যা বাড়বে ভারতের।

timer শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ০৯:১৭ key status

তৃতীয় দিনে ভারত-নিউ জ়িল্যান্ড টেস্ট

বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়নি। সেই কারণে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনে খেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। ভারত প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে যায়। ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে নিউ জ়িল্যান্ড ১৮০/৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy