Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
cricket

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০২ key status

প্রথম দিনের খেলা শেষ

৩৩৯/৬-এ শেষ করল ভারত। অশ্বিন ১০২ এবং জাডেজা ৮৬ রানে ক্রিজ়ে রয়েছেন।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৮ key status

শতরান অশ্বিনের

৫০ করেই থামেননি অশ্বিন। ঘরের মাঠে শতরান করে ফেললেন। স্মরণীয় করে রাখলেন দিনটা। যে দিন রোহিত, কোহলি, শুভমনের মতো ক্রিকেটারেরা ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন, সেই দিনেই অশ্বিনের ব্যাট থেকে পাওয়া গেল মূল্যবান ইনিংস।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৪ key status

জাডেজার অর্ধশতরান

৫০ পূরণ করেই তলোয়ার চালানোর পরিচিত ঢংয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করলেন। অশ্বিনের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন তিনি।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩০ key status

অর্ধশতরান অশ্বিনের

চেন্নাইয়ে নিজের শহরের মাঠে খেলতে নেমেছেন অশ্বিন। সেই মাঠে অর্ধশতরান করলেন তিনি। চাপের মুখে মূল্যবান ইনিংস ভারতীয় স্পিনারের।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৫ key status

লড়াই অশ্বিন-জাডেজার

পর পর দুটি উইকেট হারালেও অশ্বিন এবং জাডেজা পাল্টা আক্রমণ করছেন। দু’জনেই একটি করে ছয় মেরেছেন। চালিয়ে খেলছেন দুই ক্রিকেটারই। 

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫০ key status

পরের ওভারেই আউট লোকেশ রাহুল

আউট হয়ে গেলেন রাহুলও। চলতি টেস্টে প্রথম উইকেট পড়ল স্পিনারের বলে। মেহেদি হাসান মিরাজের বলে ১৬ রান করে আউট হলেন রাহুল। ১৪৪ রানে ভারতের ষষ্ঠ উইকেট পড়ল। 

Advertisement
timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৭ key status

আউট যশস্বী জয়সওয়াল

অর্ধশতরান করে আউট হয়ে গেলেন যশস্বী। নাহিদ রানার বল তাঁর ব্যাটে লেগে স্লিপের কাছে যায়। ৫৬ রান করেছেন ভারতীয় ওপেনার।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৮ key status

অর্ধশতরান যশস্বীর

হাসানের বোলিংয়ে ভারতের টপ অর্ডার যেখানে ধসে গিয়েছে, সেখানে লড়াকু ইনিংস খেললেন যশস্বী। অর্ধশতরান করলেন তিনি। ক্রিজ় কামড়ে পড়ে থাকার ফল পেলেন।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৫ key status

খোঁচা দিয়ে ফিরলেন পন্থও

বাইরের বলে খোঁচা দেওয়ার রোগ কাটছেই না ভারতীয়দের। রোহিত, কোহলি, শুভমনের পর এ বার পন্থও। মধ্যাহ্নভোজের বিরতির পর তৃতীয় ওভারেই হাসানের বলে ফিরলেন তিনি। ৩৯ রান করেছেন।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫ key status

মধ্যাহ্নভোজে ভারত ৮৮-৩

মধ্যাহ্নভোজের আগে আর উইকেট হারাল না ভারত। ক্রিজ়ে রয়েছেন পন্থ (৩৩) এবং যশস্বী (৩৭)।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩০ key status

বাঁচলেন পন্থ

তাসকিনের বলে পন্থের খোঁচায় ক্যাচ উঠেছিল। প্রথম স্লিপে ছিলেন শাদমান। তিনি মিস্ করেন। বল চার হয়ে যায়। তবে রিপ্লে-তে দেখা গিয়েছে সেই ক্যাচ দ্বিতীয় স্লিপে দাঁড়ানো ফিল্ডারের পক্ষে নেওয়া সহজ ছিল।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৪ key status

দাপট হাসানের

ভারতের তিনটি উইকেট পড়েছে, তিনটিই নিয়েছেন হাসান। বাংলাদেশের পেসারকে খেলতেই পারছেন না ভারতীয় ব্যাটারেরা।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৪ key status

আউট কোহলি

চার মেরে শুরুটা ভাল করেছিলেন। কিন্তু আবারও ব্যর্থ কোহলি। অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা দিয়ে আউট হলেন। ফিরলেন মাত্র ৬ রানে।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৯ key status

রোহিত আউট

এক বার বেঁচে গিয়েছিলেন। দ্বিতীয় বার হল না। হাসান মাহমুদের বলে খোঁচা দিয়ে আউট রোহিত (৬)। ক্যাচ ধরলেন নাজমুল।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫১ key status

হাসানের বলে রক্ষা রোহিতের

হাসানের বল রোহিতের প্যাডে লেগেছিল। কিন্তু আম্পায়ার আউট দেননি। ডিআরএসে ‘আম্পায়ার্স কল’ হওয়ায় বেঁচে যান রোহিত।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪২ key status

ভাল বল করছেন তাসকিন

বাংলাদেশ পেসারের বল খেলতে সমস্যা হচ্ছে ভারতীয় ওপেনারদের।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৫ key status

বাংলাদেশের প্রথম একাদশ

শাদমান, জাকির, নাজমুল, মোমিনুল, মুশফিকুর, শাকিব, লিটন, মেহেদি, তাসকিন, হাসান এবং নাহিদ।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২২ key status

ভারতের প্রথম একাদশ

রোহিত, যশস্বী, শুভমন, কোহলি, রাহুল, পন্থ, জাডেজা, অশ্বিন, বুমরা, আকাশদীপ এবং সিরাজ।

timer শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৭ key status

টসে হার রোহিতের

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতলেন। আগে বল করবে বাংলাদেশ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE