Advertisement
০৯ অক্টোবর ২০২৪
India vs Bangladesh

অর্ধশতরান নীতীশ কুমার রেড্ডির। ছবি: সমাজমাধ্যম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:৪০
Share: Save:
সংক্ষেপে
প্রথম টি-টোয়েন্টিতে ভারত জিতেছে।
দিল্লিতে জিতলেই টি-টোয়েন্টি সিরিজ় ভারতের।
আরও
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:৪০ key status

ভারত তুলল ২২১ রান

বাংলাদেশের বিরুদ্ধে ২২১ রান তুলল ভারত। পাওয়ার প্লে-তে ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েও বড় রান তুলল তারা। নীতীশ এবং রিঙ্কু মিলে ১০৮ রানের জুটি গড়েন। দু'জনেই অর্ধশতরান করেন। হার্দিক করেন ৩২ রান। ৬ বলে ১৫ রান করেন রিয়ান পরাগ। তাঁদের দাপটেই ভারত ২২১ রান তুলে নিল।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:৩৫ key status

আউট হার্দিক

১৯ বলে ৩২ রান করলেন হার্দিক। পর পর উইকেট হারাচ্ছে ভারত। হার্দিকের পর আউট বরুণ চক্রবর্তী। রিশাদ হোসেনের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন তাঁরা।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:৩১ key status

আউট পরাগ

৬ বলে ১৫ রান করে আউট রিয়ান পরাগ। দু'টি ছক্কা মেরে আউট হয়ে গেলেন তরুণ ক্রিকেটার।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:২২ key status

অর্ধশতরান রিঙ্কুর

নীতীশের পর অর্ধশতরান রিঙ্কুর। তার পরেই আউট হয়ে গেলেন তিনি। ৩০ বলে ৫৩ রান করে আউট হলেন রিঙ্কু। তাসকিন আহমেদের বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:২০ key status

আউট নীতীশ

৩৪ বলে ৭৪ রান করলেন নীতীশ। ভারতকে বড় রানের পথে এগিয়ে দিলেন তিনি। মুস্তাফিজুরের বলে ক্যাচ দিয়ে আউট হন নীতীশ। সাতটি ছক্কা মারেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:০২ key status

১২ ওভার শেষে

১২২ রান তুলে নিয়েছে ভারত। নীতীশের ব্যাটে অর্ধশতরান। পাল্লা দিয়ে রান করছেন রিঙ্কু। পাওয়ার প্লে-র মধ্যে তিন উইকেট চলে গেলেও ভারতের রানের গতি কমেনি। বাংলাদেশের উপর বড় রানের বোঝা চাপানোর লক্ষ্যে রিঙ্কুরা।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:০০ key status

নীতীশের অর্ধশতরান

২৭ বলে ৫০ করলেন নীতীশ কুমার রেড্ডি। গোয়ালিয়রে অভিষেক হয়েছিল তাঁর। ভারতের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন দিল্লিতে। সেই ম্যাচেই অর্ধশতরান করলেন নীতীশ। চাপ কাটিয়ে বড় রানের পথে ভারত।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:৩৪ key status

৭ ওভার শেষে

দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করছে ভারত। ৭ ওভারে তারা তুলল ৫১ রান। সাজঘরে তিন ব্যাটার। রিঙ্কু এবং নীতীশ মিলে ইনিংস গড়ার চেষ্টা করছেন।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:২৯ key status

আউট সূর্যকুমার

অধিনায়ক ফিরলেন সাজঘরে। মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিলেন সূর্যকুমার। মন্থর গতির বলেই উইকেট আসছে। পিচের মন্থরতা কাজে লাগাচ্ছে বাংলাদেশ।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:১৬ key status

আউট অভিষেক

তানজিম হাসান শাকিবের বলে ছিটকে গেল অভিষেকের স্টাম্প। ১৪৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে আসা বল লাগে অভিষেকের ব্যাটের কানায়। সেই বল ঢুকে এসে উইকেট ভেঙে দেয়।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:১২ key status

আউট সঞ্জু

তাসকিনের বলে আউট সঞ্জু। পিচে অসমান বাউন্স রয়েছে। তাসকিনের বল থমকে এসেছিল সঞ্জুর ব্যাটে। আগে ব্যাট চালিয়ে ফেলেন ভারতীয় ওপেনার। ব্যাটে লেগে বল চলে যায় মিড অফে দাঁড়ানো শান্তর হাতে।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:০২ key status

ব্যাট করতে নামল ভারত

ওপেন করতে নামলেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। বাংলাদেশের হয়ে প্রথম ওভার মেহেদি হাসান মিরাজের। পর পর দু’টি চার মারলেন সঞ্জু।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৮:৩৮ key status

ভারতের প্রথম একাদশ

গোয়ালিয়রে জিতেছিল ভারত। সেই দলে পরিবর্তন করেননি সূর্যকুমার। প্রথম একাদশে থাকছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার, হার্দিক পাণ্ড্য, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, রিঙ্কু সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব এবং আরশদীপ সিংহ।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৮:৩৬ key status

টস হারল ভারত

টস জিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত বল করার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লিতে জিতে সিরিজ়ে টিকে থাকতে চান তাঁরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE